Agriculture News: এই ফলের চাষ করে বিপুল লাভ করছেন কৃষকরা, আপনিও হতে পারেন মালামাল

Last Updated:

মরশুমি চাষে ব্যাপক লাভ করা সম্ভব। সেই পথ দেখাচ্ছেন কোচবিহারের এক কৃষক।

+
title=

কোচবিহার:মরশুমি চাষে ব্যাপক লাভ করা সম্ভব। সেই পথ দেখাচ্ছেন কোচবিহারের এক কৃষক। যদিও এই চাষের পদ্ধতি খুবই সহজ। সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই হবে। তাহলেই এই চাষে ব্যাপক সাফল্য মিলবে নিশ্চিত ভাবে। নিজের বাড়িতেই রীতিমতো ৪০০০ চারা চাষ করেছেন স্ট্রবেরির। এছাড়াও স্ট্রবেরির চারা বিক্রিও করছেন তিনি। এক একটি স্ট্রবেরি এর চারা তিনি বিক্রি করছেন প্রায় ৫০ টাকা মূল্যে। এছাড়াও স্ট্রবেরি বিক্রি করছেন আলাদা ভাবে। সব মিলিয়ে উভয় দিক থেকেই লাভ হচ্ছে বলে জানাচ্ছেন তিনি। তবে এই চাষ করতে গেলে শীতের মরশুম আদর্শ। নাহলে এই স্ট্রবেরির দাম খুব একটা পাওয়া যায় না বলেও জানিয়েছেন তিনি।
কোচবিহার কৃষি দফতরের সহায়তায় এই চাষাবাদের শুরু করেছিলেন তিনি। প্রথমত, একটি প্রকল্পে পেয়েছিলেন কিছু স্ট্রবেরির চারা। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি কোচবিহারের অন্যান্য কৃষকদের জন্য নিদর্শন হয়ে গিয়েছেন। অন্যান্য কৃষকেরা তার কাছ থেকে চাষের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ নিতে আসেন। তবে সব মিলিয়ে তিনি বারবার বলতে চাইছেন। উদ্যোগ এবং আগ্রহ থাকলে বিভিন্ন ধরনের মরশুমি চাষ করার মাধ্যমে আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব। এই স্ট্রবেরি গাছ খুব কম দিনের মধ্যেই পরিপূর্ণতা লাভ করে ফল দিতে শুরু করে। এবং প্রচুর ফল হয় এই গাছের মধ্যে। কেজি হিসেবে এই ফল বিক্রি হয় পাইকারি বাজারে। কেউ চাইলে খুচরো ও বিক্রি করতে পারেন।
advertisement
advertisement
কৃষক দুলাল সরকার বলেন, "দীর্ঘ সময় ধরে চাষের সাথে যুক্ত রয়েছেন তিনি। একটা সময় আলু এবং অন্যান্য চাষ করতেন শুধুমাত্র। তবে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার লক্ষ্যেই তিনি কৃষি দফতরের সহায়তা নিয়ে এই স্ট্রবেরি চাষ করা শুরু করেন। বর্তমানে তিনিই প্রচুর কৃষককে এই স্ট্রবেরি চাষ করা নিদান দিচ্ছেন। স্ট্রবেরি চাষের মাধ্যমে বেশ সাফল্য পেয়েছেন তিনি। একটা সময় শুধুমাত্র স্ট্রবেরি বিক্রি করতেন। তবে বর্তমান স্ট্রবেরি চারাও বিক্রি করছেন তিনি। তবে তার এই গোটা কর্মকান্ডে ব্যাপক সহযোগিতা তিনি পেয়েছেন কোচবিহার কৃষি দফতরের কাছ থেকে। প্রতি মুহুর্তে কৃষি দফতর তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: এই ফলের চাষ করে বিপুল লাভ করছেন কৃষকরা, আপনিও হতে পারেন মালামাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement