প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। কিন্তু ভারী বৃষ্টিতে বন্যা হওয়ার আগেই আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। জানা যায়, প্রতিবছরই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এলাকা জুড়ে বন্যা হয়ে যায়। এমনকি বেশি বৃষ্টিপাতের জেরে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র উঁচু জায়গায় চলে যেতে হয়।
আরও পড়ুন ঃ রনগ্রাম সেতুর ওপর দিয়ে এবার চলবে গাড়ি! খুশি সাধারণ মানুষ
advertisement
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বন্যার জল ঢুকে জমি পরিণত হয়েছে নদীতে। আর জমি নদীতে পরিণত হওয়ার কারণে চরম সমস্যায় পড়েছেন চর ফরাসপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। গত তিন মাস ধরে জলের ওপর দিয়ে চর ফরাসপুর সহ উদয়নগর হিন্দু কলোনীর বাসিন্দাদের। জলের ওপর দিয়েই দুই কিলোমিটার রাস্তা নিত্যদিন যাতায়াত করার কারণে জীবন জীবিকা দুর্বিসহ হয়ে উঠেছে চর এলাকার বাসিন্দাদের।
ফলে বর্তমানে একমাত্র ভরসা এখন নৌকা, নৌকায় যাতায়াত করতে ১০টাকা মাথাপিছু দিতে হয়। ফলে জল পেরিয়ে স্কুল কলেজ যেতে চরম সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র ও ছাত্রীদের। এমনকি হাসপাতালে রোগী নিয়ে যেতে, চাষীদের ফসল নিয়ে যেতেও চরম সমস্যা হচ্ছে। তাই এলাকার বাসিন্দাদের দাবি প্রশাসনের তৎপরতায় এলাকায় একটি বাঁধের ব্যবস্থা করে দেওয়া হোক।
কৌশিক অধিকারী