Murshidabad News: রনগ্রাম সেতুর ওপর দিয়ে এবার চলবে গাড়ি! খুশি সাধারণ মানুষ 

Last Updated:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যে পুর্ত দফতরের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালী উদ্বোধন করলেন বহু প্রতিক্ষিত কান্দির দ্বিতীয় রনগ্রাম সেতু।

+
title=

মুর্শিদাবাদঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। রাজ্যে পুর্ত দফতরের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালী উদ্বোধন করলেন বহু প্রতিক্ষিত কান্দির রনগ্রাম সেতু। রনগ্রাম সেতু উদ্বোধন হতেই মানুষের হয়রানি কমল। স্বস্তি পেল কান্দি মহকুমা এলাকার বাসিন্দারা। ভার্চুয়ালী উদ্বোধনের মধ্যে দিয়েই চালু হয়ে গেল রনগ্রাম সেতু। রাজ্যে সরকারের উদ্যোগে প্রায় ৩০ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে এই রণগ্রাম সেতু।
দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে চলেছে কাজ। তবে অতি দ্রুততার সঙ্গে কাজ চলার কারণে অবশেষে নির্মাণ করা হল দ্বিতীয় রনগ্রাম ব্রীজ। দুই লেন বিশিষ্ট ১০৫ মিটার দীর্ঘ এই সেতুটি বহরমপুর কান্দি সুলতানপুর রাজ্যে সড়কের ২১.৪৫৪ কিমি পুরোনো সংকীর্ণ সেতুর পরিবর্তে নির্মিত হয়েছে।
আরও পড়ুন ঃ ক্যানসারের চিকিৎসা এ বার জেলাতেই! কোথায় পাওয়া যাবে সব রকম পরিষেবা, জেনে নিন
সেতুটি কান্দি মহকুমা সঙ্গে বহরমপুর শহরকে সংযুক্ত করবে। এমনকি মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা অনায়াসে বীরভূম ও বর্ধমান জেলাকে সংযোগ করতে পারবেন। উদ্বোধন অনুষ্ঠানে কান্দির বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধন করলেন এই সেতু।
advertisement
advertisement
ব্রিটিশ আমলের তৈরী রণগ্রাম সেতু। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘদিন ধরেই সেতুর উপর দিয়ে ভারী পন্যবাহী গাড়ির চলাচল বন্ধ ছিল। পাশাপাশি, বাস চলাচল করলেও তা যাত্রী শুন্য করেই পরিষেবা প্রদান করা হচ্ছিল যাত্রীদের সুবিধার জন্য বর্তমানে বাস চলাচল করে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
আরও পড়ুন ঃ ভর সন্ধ্যায় যুবককে ধারাল অস্ত্র দিয়ে খুন! রিল ভিডিও বানানোই কী কাল হল? জানুন
তবে ছোট ছোট গাড়ি ও মোটরবাইক চলাচল করছে রনগ্রাম সেতুর ওপর দিয়েই। কান্দি, সাঁইথিয়া সহ দক্ষিণবঙ্গের একমাত্র পরিবহণ যোগাযোগের প্রধান ব্যবস্থা এই রণগ্রাম ব্রীজ। কয়েক বছর আগে সেতুর শেষ প্রান্তে প্রায় ১২ মিটার এলাকা জুড়ে ভেঙে যায়। দ্বারকা নদীর উপর অবস্থিত ১৯৩৮ সালে স্বাধীনতা আগে ইংরেজ আমলে লোহার এই ব্রীজটি নির্মান করা হয়েছিল।
advertisement
রক্ষনাবেক্ষণের অভাবে ব্রীজের অবস্থা বর্তমানে বেহাল হয়ে পড়েছিল। ব্রীজটি লোহার হলেও ব্রীজের দুপাশে কংক্রিটের পিলার আছে যার হাড় কঙ্কাল বেরিয়ে এসেছিল। বসে গিয়েছিল ব্রীজের একটা অংশ। ফলে দুই বছর আগে শুরু হয় এই সেতু নির্মাণের কাজ। অবশেষে কাজ সম্পন্ন করে যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল রনগ্রাম সেতু।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রনগ্রাম সেতুর ওপর দিয়ে এবার চলবে গাড়ি! খুশি সাধারণ মানুষ 
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement