Murshidabad News: ক্যানসারের চিকিৎসা এ বার জেলাতেই! কোথায় পাওয়া যাবে সব রকম পরিষেবা, জেনে নিন
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
Last Updated:
Murshidabad News: ১২০ বেডের ক্যানসার কেয়ার সেন্টারে কেমোথেরাপি, রেডিও থেরাপি সহ ক্যানসারের বিভিন্ন রকম পরিষেবা পাবেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের নয়া মুকুট। উদ্বোধন করা হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে টার্শিয়ালী ক্যান্সার কেয়ার সেন্টার। বৃহস্পতিবার নবান্ন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালী উদ্বোধন করলেন এই পরিষেবার। ১২০ বেডের ক্যানসার কেয়ার সেন্টারে কেমোথেরাপি, রেডিও থেরাপি সহ ক্যানসারের বিভিন্ন রকম পরিষেবা পাবেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা।
মারণ ব্যাধি ক্যানসারের চিকিৎসা করানোর জন্য ছুটতে হয় কলকাতা, মুম্বই দক্ষিণ ভারত বা অন্যত্র। ক্যানসারের চিকিৎসা শুধু ব্যয় সাপেক্ষ নয়, অত্যন্ত সময় সাপেক্ষ একটি চিকিৎসা পদ্ধতি। এ ছাড়াও কেমোথেরাপি বা রেডিও থেরাপির মতো নানা বিষয়ও থাকে। তাই রাজ্য সরকারের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য সুখবর। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্বোধন হল ক্যানসারের চিকিৎসা পদ্ধতি। টার্শিয়ালী ক্যান্সার কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়।
advertisement
আরও পড়ুন: অশোকনগরের রাস্তায় দাপাচ্ছে ‘যমদূত’! সন্ধের পরে বাইরে যেতে ভয় পাচ্ছেন বাসিন্দারা! কিন্তু কেন?
advertisement
নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধন করলেন এই চিকিৎসা পদ্ধতির। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল-সহ এমএসভিপি এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। ১২০ বেডের এই ক্যান্সার কেয়ার সেন্টারে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কেমোথেরাপি, রেডিও থেরাপি-সহ সার্জারির মতো চিকিৎসা পাওয়া যাবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।যার ফলে নদীয়া, বীরভূম ও বর্ধমান জেলার একাংশ-সহ মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা উপকৃত হবেন।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 3:46 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ক্যানসারের চিকিৎসা এ বার জেলাতেই! কোথায় পাওয়া যাবে সব রকম পরিষেবা, জেনে নিন