Murshidabad News: ভর সন্ধ্যায় যুবককে ধারাল অস্ত্র দিয়ে খুন! রিল ভিডিও বানানোই কী কাল হল? জানুন
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Murshidabad News: সোশ্যাল মিডিয়ার জন্য রিল ভিডিও বানাত যুবক! হঠাৎ সবার সামনে খুন যুবক! কারণ কী? জানুন
মুর্শিদাবাদ: বহরমপুরে ভর সন্ধ্যায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করল দুষ্কৃতীরা। পুরোনো শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের গঙ্গার ধারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক যুবককে! গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলার সময় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম লাল্টু সেখ। বাড়ি বহরমপুর থানায় অন্তর্গত কাদাই গারোয়ানপাড়া এলাকায় ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে গঙ্গার ধার এলাকায় লাল্টু সেখ নামের ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করা হয়। এলাকার বাসিন্দাদের নজরে এলে তাকে তড়িঘড়ি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরে তার বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে তাকে খুন করা হল, তারও তদন্ত শুরু করেছে পুলিশ ।
advertisement
advertisement
মৃতের দাদা জানিয়েছেন, আমার ভাই মোবাইলে রিল ভিডিও তৈরি করে। আজকেও সেই ভিডিও করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল দুপুরে। কিন্তু হঠাৎই পুরোনো কোনও শত্রুতার জেরেই আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে দুষ্কৃতীরা। তবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না মৃত যুবক। আমরা চাই এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যদিও পুলিশ জানিয়েছে সমগ্র ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 03, 2023 11:43 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভর সন্ধ্যায় যুবককে ধারাল অস্ত্র দিয়ে খুন! রিল ভিডিও বানানোই কী কাল হল? জানুন








