Health Care: হাত দিয়ে টয়লেট সিট তুলছেন? বাড়ির টয়লেটও নোংরা? শরীরে ঢুকছে এই ভাইরাস! সাবধান
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Health Care: ভুলেও নোংরা টয়লেট ব্যবহার করবেন না! এই সব কাজ একেবারেই নয়! না হলেই শরীরের চরম ক্ষতি হতে পারে! জানুন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাবলিক টয়লেট থেকে ছড়াতে পারে এসটিডি (sexually transmitted diseases)! এমনটাই উঠে এসেছে গবেষণায়! বহু মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করেন। আর যদি কোমড হয় তবে সরাসরি টয়লেট সিট শরীরের স্পর্শে আসে। আর সেখান থেকেই শরীরে আসতে পারে এই অসুখ। তাই চেষ্টা করতে হবে পাবলিক টয়লেটের কোমডের বদলে ইন্ডিয়ান স্টাইল টয়লেট ব্যবহার করার। যতটা সম্ভব কোমডের সিটে না বসার চেষ্টা করতে হবে! photo source collected
advertisement
পুরুষদের প্রস্টেডের ব্যথা হতে পারে! ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে প্রস্টেড গ্লান্ডে ইনফেকশন হতে পারে! এর ফলে জ্বর পর্যন্ত আসতে পারে! তাই যখন টয়লেট সিটে বসবেন তার আগে ভাল করে ইনফেকশন রোধক স্প্রে ব্যবহার করুন। শুকনো ট্যিসু পেপার দিয়ে টয়লেট সিট দুপাশেই ভাল করে মুছে নিন! তাই বাড়ির হোক বা পবলিক টয়লেট যেন নোংরা না থাকে! photo source collected