স্থানীয়দের দাবি, ওই ধাতব খণ্ডটি ইংরেজ আমলের একটি কামানের অংশ বিশেষ। সেটা কোথাও থেকে তুলে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামের কাউকে দেখতে পেয়ে হয়তো ফেলে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
আরও পড়ুন: কুকুরকে ধর্ষণ প্রৌঢ়র! দিনের পর দিন সারমেয় হেনস্থার ঘটনা, পদক্ষেপ যুবক দলের
আরও পড়ুন: ১৪ বছর ধরে খাঁচার বাইরেই পালন, সত্যরঞ্জনের পোষ্য টিয়াপাখি মিতুয়ার গল্প জানেন!
advertisement
যদিও গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের কথায়, ''মুর্শিদাবাদ জেলা মুলত ইতিহাসের জেলা। আর এই জেলাতে কামান পাওয়া যাবে, এটা আশ্চর্যের কিছুই না। আমরা হাজারদুয়ারিতে গিয়ে কামান দেখতে যাই। আর এখানে কামান দেখা গেল। তবে আদৌ কি এটা কামান, এটা নিয়ে কৌতুহল রয়েছে।''
আপাতত খণ্ডটি সেখান থেকে তুলে রাস্তার ধারে রেখে দেওয়া হয়। আর সেই কামান দেখতে গ্রামের ছোট থেকে বড় সকলেই ভিড় জমান। একেকজনের একেক মত। যা নিয়ে বিভ্রান্ত মানুষ দ্রুত পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে ছুটে আসেন জলঙ্গি থানার পুলিশ। এবং সেটাকে উদ্ধার করে নিয়ে যান । পুলিশের অনুমান, ওটি টেলিফোন লাইনেরই খুঁটির অংশ হবে।
কৌশিক অধিকারী