TRENDING:

Murshidabad News: মাটি খুঁড়তেই উদ্ধার বিস্ময় বস্তু! কামান না টেলিফোনের খুঁটি? চাঞ্চল্য জলঙ্গিতে

Last Updated:

Murshidabad News: স্থানীয়দের দাবি, ওই ধাতব খণ্ডটি ইংরেজ আমলের একটি কামানের অংশ বিশেষ। সেটা কোথাও থেকে তুলে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামের কাউকে দেখতে পেয়ে হয়তো ফেলে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: রাস্তার ধারে টেলিফোনের খুঁটির নিম্নাংশ দেখে কামানের আতঙ্ক ছড়াল চারদিকে। কেউ বলে ইংরেজ আমলের পুরনো কামান। আবার কেউ বলে, পুরনো দিনের টেলিফোন লাইনের খুঁটি। এমনই এক চাঞ্চল্যকর পরিস্থিতি মুর্শিদাবাদের শেষ সীমান্ত জলঙ্গির ফরাজিপাড়া গ্রামে। জানা যায়, স্থানীয় মানুষ ৬ ফুট লম্বা লোহার খণ্ডটি পড়ে থাকতে দেখেন গ্রামেরই রাস্তার ধারে। সেখানে একটি সাইকেলেও পড়েছিল।
advertisement

স্থানীয়দের দাবি, ওই ধাতব খণ্ডটি ইংরেজ আমলের একটি কামানের অংশ বিশেষ। সেটা কোথাও থেকে তুলে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামের কাউকে দেখতে পেয়ে হয়তো ফেলে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

আরও পড়ুন: কুকুরকে ধর্ষণ প্রৌঢ়র! দিনের পর দিন সারমেয় হেনস্থার ঘটনা, পদক্ষেপ যুবক দলের

আরও পড়ুন: ১৪ বছর ধরে খাঁচার বাইরেই পালন, সত্যরঞ্জনের পোষ্য টিয়াপাখি মিতুয়ার গল্প জানেন!

advertisement

View More

যদিও গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের কথায়, ''মুর্শিদাবাদ জেলা মুলত ইতিহাসের জেলা। আর এই জেলাতে কামান পাওয়া যাবে, এটা আশ্চর্যের কিছুই না। আমরা হাজারদুয়ারিতে গিয়ে কামান দেখতে যাই। আর এখানে কামান দেখা গেল। তবে আদৌ কি এটা কামান, এটা নিয়ে কৌতুহল রয়েছে।''

আপাতত খণ্ডটি সেখান থেকে তুলে রাস্তার ধারে রেখে দেওয়া হয়। আর সেই কামান দেখতে গ্রামের ছোট থেকে বড় সকলেই ভিড় জমান। একেকজনের একেক মত। যা নিয়ে বিভ্রান্ত মানুষ দ্রুত পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে ছুটে আসেন জলঙ্গি থানার পুলিশ। এবং সেটাকে উদ্ধার করে নিয়ে যান । পুলিশের অনুমান, ওটি টেলিফোন লাইনেরই খুঁটির অংশ হবে।

advertisement

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মাটি খুঁড়তেই উদ্ধার বিস্ময় বস্তু! কামান না টেলিফোনের খুঁটি? চাঞ্চল্য জলঙ্গিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল