TRENDING:

Murshidabad News:  রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পেট্রোলপাম্প মালিক, লক্ষ্য করে ছোড়া হল বোমা!

Last Updated:

পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। কী কারণে এই বোমার হামলা চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কান্দি: শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রসোড়া এলাকায় ব্যবসায়ীর ওপর বোমা নিয়ে হামলার ঘটনা ঘটল। যদিও প্রাণে বেঁচে গেছেন ওই ব্যবসায়ী। এই ঘটনায় আরও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, কান্দির রসোড়া এলাকায় পেট্রোলপাম্প রয়েছে সুখেন্দু কুমার সেনের। প্রতিদিন কান্দি দোহালিয়ার কালী বাড়ি রোড থেকে পায়ে হেঁটে দু কিলোমিটার দুরে রসোড়া এলাকায় পেট্রোলপাম্পে যান। শনিবার রাতেও তিনি হেঁটে পেট্রোল পাম্পে যাচ্ছিলেন। সেই সময় কান্দি সালার রাজ্য সড়কে সুখেন্দু কুমার সেনের ওপর বোমা নিয়ে হামলা চালানো হয়। যদিও এই ঘটনায় প্রাণে বেঁচে যান সুখেন্দু কুমার সেন।
advertisement

আরও পড়ুন Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতেও থামছে না মহাযজ্ঞ, সোমবারই হবে অনুষ্ঠান

ঘটনার পর ব্যবসায়ী সুখেন্দু কুমার সেন জানান, 'আমি নিত্যদিনের মতোই হেঁটে পেট্রোলপাম্পে যাচ্ছিলাম আর তখনই আমার ওপর বোমা নিয়ে হামলা চালানো হয়। যদিও আমি প্রাণে বেঁচে যাই'। তবে কী কারণে এই বোমা হামলা তা বুঝে উঠতে পারছেন না ওই ব্যবসায়ী। এলাকার বাসিন্দারা জানান, 'শান্ত শহর কান্দি। হঠাৎই রাতে ব্যবসায়ীর ওপর এই বোমার হামলা চালানো হয়েছে। আমরা চাইব পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক'। এলাকা থেকে একটি ব্যাগ ও পায়ের চটি উদ্ধার হয়েছে।

advertisement

আরও পড়ুন স্বাধীনতা দিবসের আগে On Duty লেখা গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে আতঙ্ক

View More

 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ প্রশাসন। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। কী কারণে এই বোমার হামলা চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরী থেকে গাছ নিয়ে ডায়মন্ড হারবারে সত্যনারায়ণ, অভিষেকের লক্ষ্যপূরণে নিরন্তর প্রচেষ্টা
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News:  রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পেট্রোলপাম্প মালিক, লক্ষ্য করে ছোড়া হল বোমা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল