আরও পড়ুন Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতেও থামছে না মহাযজ্ঞ, সোমবারই হবে অনুষ্ঠান
ঘটনার পর ব্যবসায়ী সুখেন্দু কুমার সেন জানান, 'আমি নিত্যদিনের মতোই হেঁটে পেট্রোলপাম্পে যাচ্ছিলাম আর তখনই আমার ওপর বোমা নিয়ে হামলা চালানো হয়। যদিও আমি প্রাণে বেঁচে যাই'। তবে কী কারণে এই বোমা হামলা তা বুঝে উঠতে পারছেন না ওই ব্যবসায়ী। এলাকার বাসিন্দারা জানান, 'শান্ত শহর কান্দি। হঠাৎই রাতে ব্যবসায়ীর ওপর এই বোমার হামলা চালানো হয়েছে। আমরা চাইব পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক'। এলাকা থেকে একটি ব্যাগ ও পায়ের চটি উদ্ধার হয়েছে।
advertisement
আরও পড়ুন স্বাধীনতা দিবসের আগে On Duty লেখা গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে আতঙ্ক
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ প্রশাসন। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। কী কারণে এই বোমার হামলা চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
কৌশিক অধিকারী





