অবৈধ পুকুর ভরাট করে জায়গা বিক্রির পরিকল্পনা করেছে কিছু অসাধু ব্যক্তি। তাতে বাধ সেধেছে এলাকার জনসাধারণ। স্থানীয় মানুষজন পুকুর ভরাটের অনুমতি পত্র দেখতে চাইলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অবৈধ লেবার মিস্ত্রী সহ মালিক পক্ষ। এমনই অভিযোগ উঠলো বহরমপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে। উল্লেখ্য, ইতিপূর্বেও এই পুকুর ভরাট করার চেষ্টা করেছিল তারা স্থানীয় নেতাদের নাম করে।
advertisement
আরও পড়ুনঃ আশঙ্কাই সত্যি! কাজ না করার জন্য পদত্যাগ করলেন এক আশা কর্মী
তাই দীর্ঘ দিনের এই জলাশয় বুজিয়ে ফেলা রুখতে একত্রিত হয়ে রুখে দাঁড়িয়েছে ওই এলাকার জনসাধারণ। কয়েকশো বছরের পুরোনো এই পুকুরের উপর নির্ভর করে হাজার খানেক মানুষ। অভিযোগ ওই পুকুরের একটি অংশ কিনে নেয় কিছু লোক। কেনার পর পরই রাতের অন্ধকারে মেশিন দিয়ে ওই পুকুরের পাড় কেটে রাস্তা তৈরি শুরু হয়। সেই খবর পৌঁছয় বাসিন্দাদের কাছে। কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পায়নি কেউ।
আরও পড়ুনঃ ঐতিহাসিক রাইটার্স অলিন্দ যুদ্ধ স্মরণে বিনয় বাদল দীনেশের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলী
তাদের অভিযোগ, বে আইনি ভাবে, চুরি করে এই পুকুর ভরাট করার জন্য উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাটের কাজ। তবে এই পুকুর ভরাট রুখতে কখনোই পিছপা হবেন না তারা, যেখানে যেতে হয়, যা করতে হয় তার সব কিছুই করা হবে । তবে এই পুকুর ভরাট রুখতে রুখে দাঁড়াবে এই এলাকার জনসাধারণ বলে সরাসরি সংবাদমাধ্যমের সামনে সরব হয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
Koushik Adhikary