হোম /খবর /মুর্শিদাবাদ /
আশঙ্কাই সত্যি! কাজ না করার জন্য পদত্যাগ করলেন এক আশা কর্মী

Murshidabad News: আশঙ্কাই সত্যি! কাজ না করার জন্য পদত্যাগ করলেন এক আশা কর্মী

X
title=

আশঙ্কাই সত্যি হল। এবার আবাস যোজনার সার্ভের কাজ না করার জন্য এক আশা কর্মী পদত্যাগ করলেন। ইতি মধ্যেই জেলার বিভিন্ন জায়গায় আশাকর্মীরা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন প্রান্তে ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদঃ আশঙ্কাই সত্যি হল। এবার আবাস যোজনার সার্ভের কাজ না করার জন্য এক আশা কর্মী পদত্যাগ করলেন। ইতি মধ্যেই জেলার বিভিন্ন জায়গায় আশাকর্মীরা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন প্রান্তে । তারই মধ্যে এবার BMOH এর কাছে গিয়ে পদত্যাগপত্র তুলে দেন এক আশাকর্মী। ওই আশাকর্মীর নাম শঙ্করী মন্ডল। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বালিয়া এলাকায়। জানা যায়, আবাস যোজনার কাজের সার্ভের দায়িত্ব আশাকর্মীদের উপর দেওয়ার পর শঙ্করী মন্ডল BMOH কে এই কাজ করতে পারবেন না বলে জানান। কিন্তু তাকে কাজ না করলে কাজ ছেড়ে দেওয়া কথা বলা হয়।

এরপরই পদত্যাগ করেন শঙ্করী মন্ডল নামে ওই আশাকর্মী। শঙ্করী মন্ডল জানান, তিনি এই রাজনৈতিক কাজ করতে পারবেন না। প্রবল রাজনৈতিক চাপের আশঙ্কায় তিনি পদত্যাগ করেছেন। তবে শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলেও জানান। আর এই পদত্যাগের পরেই শোরগোল গোটা জেলা জুড়ে । প্রসঙ্গত উল্লেখ্য, আবাস যোজনার কাজ করতে নারাজ আইসিডিএস কর্মীরা।

আরও পড়ুনঃ আবাস যোজনার ঘর নিয়ে হাতাহাতি! মাথা ফাটল গ্রামবাসীর

এই অভিযোগে এর আগে বড়ঞা ও রঘুনাথগঞ্জ সহ মুর্শিদাবাদ বিভিন্ন ব্লকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এবার বিক্ষোভ দেখানো হয়েছে জিয়াগঞ্জে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ২০১৮ এর তালিকা যাচাইয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। কিন্তু তাদের অভিযোগ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এমনকি হুমকির মুখেও পড়তে হচ্ছে তাদের। তবে এই আশাকর্মী পদত্যাগের পরেই শোরগোল পড়ে গেছে জেলা জুড়ে ।

Koushik Adhikary
Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Murshidabad, Sagardighi