অভিযোগ, কয়েক মাস আগে পোষ্য কুকুরকেও খুন করা হয় গলা কেটে। তারপরে আজকে বাড়ির পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গৃহবধূ। আজকে সকালে বিষ খাইয়ে দেওয়া হয়, পরে বিষয়টি নজরে আসে। পোষ্যকে খুনের অভিযোগ উঠেছে প্লহাদ ঘোষের বিরুদ্ধে অভিযোগ।
advertisement
পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেলার পরে মৃত ছাগল নিয়ে বহরমপুর থানায় হাজির হন মহিলা। ঘটনার জেরে প্লহাদ ঘোষের পরিবারের ওপর পোষ্য ছাগলকে খুনের অভিযোগ করেছেন রীনা পাল। অন্যদিকে পুলিশ কেন নিস্ক্রিয়, পুলিশ কেন শাস্তি দিচ্ছে না দোষীদের, দোষীদের গ্রেফতারের দাবিতে হাজির হন থানায় গৃহবধূ রীনা পাল। অবিলম্বে দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন Birbhum News : রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! বাড়িতে হুলুস্থুল
রীনা পাল জানান, আমার পরিবারের ওপর দীর্ঘ দিন ধরেই নানাভাবে নির্যাতন করে প্রতিবেশী। আমরা যাতে এলাকা ছেড়ে চলে যায় তার জন্য মাঝে মাঝে মধ্যেই অত্যাচার চলে। আজকে আমার বাড়ির পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মারা হয়েছে। আমি দোষীদের শাস্তি দাবি করছি।এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী