এখনও পর্যন্ত বৃষ্টির যা পরিস্থিতি তাতে বাকি জমিতে আদৌ ধান চাষ হবে কি না তা নিয়ে চিন্তিত কৃষি দফতর। মুর্শিদাবাদ জেলাতে এখনও পর্যন্ত প্রায় ৬১শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। পাশাপাশি যেসব জমিতে এখনও পাট পচানো হয়নি সেই সব জমিতেও আর চাষ হবে না ধরে নিতে হচ্ছে। কারণ, মুর্শিদাবাদ জেলায় কৃষি জমির একটি বড় অংশে পাট চাষ হয়। ফলে এবার কৃষকদের স্বার্থে অন্যভাবে ভাবা শুরু করেছে কৃষি দফতর।
advertisement
আরও পড়ুনঃ প্রচুর তাজা বোমা উদ্ধার চাষের জমিতে! নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়ার্ড
জেলার কৃষি প্রধান এলাকাগুলো পরিদর্শন করলেন রাজ্য কৃষি দফতরের আধিকারিক ও মুর্শিদাবাদ জেলার কৃষি দফতরের আধিকারিকরা। পরিদর্শন করেন রাজ্য সরকারের তৈল বীজ প্রধান কার্যালয়ের অতিরিক্ত কৃষি অধিকর্তা পার্থ সেনগুপ্ত, কান্দি মহকুমা সহ কৃষি অধিকর্তা প্রশাসন পরেশ নাথ বল, খড়গ্রাম ব্লক কৃষি আধিকারিক আমজাদ মন্ডল সহ একাধিক আধিকারিকরা। আগাম রবি চাষ অর্থাৎ শীতকালীন ফসল চাষ করার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। এর জন্য কৃষকদের উৎসাহ দিতে বীজ ও অণুখাদ্য সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মর্মান্তিক পরিনতি! দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
প্রয়োজনে আগাম চাষে পরামর্শ দেওয়া হবে। সেখানে বেশি করে সরষে, ভুট্টা, মুসুরি, কলাই যাতে ভালভাবে চাষ করা যায় তার উদ্যোগ নেওয়া হবে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, নবগ্রাম, ভরতপুর সহ বিভিন্ন ব্লকে ধান চাষের ওপর নির্ভর করে থাকেন চাষীরা। এবছর সেই ভাবে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত ছিল চাষীদের। তবে যেটুকু বৃষ্টি হচ্ছে তা নিয়েই আপাতত ধান চাষ করছেন চাষীরা।
Koushik Adhikary