Murshidabad: মর্মান্তিক পরিনতি! দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলাতে সাত সকালেই মর্মান্তিক পরিনতির ঘটনা ঘটল। তেলে ভাজার দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের।
#খড়গ্রাম : মুর্শিদাবাদ জেলাতে সাত সকালেই মর্মান্তিক পরিনতির ঘটনা ঘটল। তেলে ভাজার দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম হরিশচন্দ্র ঘোষ, বয়স ২০ বছর। জানা গিয়েছে, বর্তমানে একটি নগরে তেলেভাজার দোকান ছিল হরিশচন্দ্র ঘোষের। অন্যান্য দিনের মতোই শুক্রবার সাত সকালে তেলেভাজার দোকান খুলতে গিয়েছিলেন হরিশচন্দ্র ঘোষ। আর সেই দোকান খুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেণ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, খড়গ্রাম থানার নগরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা হরিশচন্দ্র ঘোষ। পরিবারে বাবা মা ও ভাই আছে। তার দোকান থেকেই যা রোজগার হয় তা থেকেই সংসার পরিচালনা হত।
advertisement
আরও পড়ুনঃ আর্সেনিক মুক্ত পানীয় জল ও ডিজিটাল রেশন কার্ডের দাবিতে অবস্থান বিক্ষোভ
অন্যান্য দিনের মতোই তেলেভাজার দোকান খুলতে গিয়েছিলেন, দোকানের শার্টারে কোনও কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সাত সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরতাজা যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। তবে শুক্রবার এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তার তদন্তের দাবি করেছন স্হানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
August 26, 2022 12:48 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: মর্মান্তিক পরিনতি! দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের