শীতের মরশুমে ঠান্ডার মধ্যে বাইরে থাকতে হল রোগীদেরকে সারারাত। কষ্ট হলেও বাইরেই থাকতে হচ্ছে। অন্য রোগীর অভিযোগ, সকাল থেকেই বাইরে আছি। শীতের মরশুমে ঠান্ডা পড়ছে। অপারেশন না করার আগে থেকেই বাইরে বসিয়ে রাখা আছে। কোন খোঁজ খবর নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বলেই অভিযোগ উঠেছে। যদিও বা ডাক্তারের সজল পন্ডিত জানান, লাইগেশনের জন্য ২৪জন রোগী কে আনা হয়েছিল। আমাদের ৩০ বেডের হাসপাতাল। তবে বেডের থেকেও রোগীর সংখ্যা বেশি।
advertisement
আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না বিতর্ক! আবাস যোজনা নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের
পাশাপাশি, যে বেড কম থাকলেও তাদেরকে হাসপাতালের ভেতরে সবাইকে অ্যাডজাস্ট করে থাকতে বলা হয়েছিল। অথচ রোগীর পরিবার রোগীকে নিয়ে বাইরে গিয়ে থাকছে। বিষয়টা আমরা দেখছি। তবে ইচ্ছাকৃত ভাবে বাইরে আছেন রোগী ও রোগীর পরিবার। তবে হাসপাতালে ডাইরিয়া সহ অন্যান্য রোগী ভর্তি। আমাদের হাসপাতাল ছোট হাসপাতাল, বেড সংখ্যা বৃদ্ধি করা হলে সমস্যা সমাধান হয়।
Koushik Adhikary