বহরমপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি দমনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস তথা বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্বকে। ইতিমধ্যেই বহরমপুর পুরসভার ২৮ টি ওয়ার্ডের মধ্যে বেশকিছু ওয়ার্ডে সাফাই অভিযানের পাশাপাশি কীটনাশক স্প্রে করা হয়েছে।
এবার ডেঙ্গি নিধনে শনিবার সকাল থেকেই বহরমপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে পথে নেমে নিজে হাতে সাফাই অভিযান শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। যেখান উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব ও দলীয় কর্মীরা।
advertisement
আরও পড়ুন : প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসে 'প্রতারিত' যুবতী, ন্যায়বিচারের আশায় দ্বারস্থ প্রশাসনের
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ, " একে তো এখনও ডেঙ্গি বিষয়ে সম্পূর্ণ নির্বিকার জেলা প্রশাসন । আর সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। তার উপর বর্তমানে যে কীটনাশক বা স্প্রে করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তাতেও রয়েছে ভেজাল। সেখানেও চলছে কাটমানির খেলা। ফলে মশা মরা তো দূরের কথা, আরও প্রাণবন্ত হচ্ছে মশার লার্ভারা। এদিকে ডেঙ্গি আক্রান্তের হিসেবে এককথায় শীর্ষ তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলা। তাই দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সজাগ ও সর্তকতা অবলম্বন করতে হবে। তবেই ডেঙ্গি নিয়ন্ত্রণে আনা যাবে।"