TRENDING:

Murshidabad News: মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, কামান দাগলেন অধীর 

Last Updated:

Dengue in Murshidabad: মুর্শিদাবাদ জেলা সহ বহরমপুর শহরে দৈনিক বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ।মশা বাহিত রোগ প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। তবুও কিন্তু ডেঙ্গি নিয়ন্ত্রণে আসছে না। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, বহরমপুর-মুর্শিদাবাদ জেলা সহ বহরমপুর শহরে দৈনিক বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ।মশাবাহিত রোগ প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। তবুও কিন্তু ডেঙ্গি নিয়ন্ত্রণে আসছে না।
advertisement

বহরমপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি দমনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস তথা বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্বকে। ইতিমধ্যেই বহরমপুর পুরসভার ২৮ টি ওয়ার্ডের মধ্যে বেশকিছু ওয়ার্ডে সাফাই অভিযানের পাশাপাশি কীটনাশক স্প্রে করা হয়েছে।

এবার ডেঙ্গি নিধনে শনিবার সকাল থেকেই বহরমপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে পথে নেমে নিজে হাতে সাফাই অভিযান শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। যেখান উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব ও দলীয় কর্মীরা।

advertisement

আরও পড়ুন :  প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসে 'প্রতারিত' যুবতী, ন্যায়বিচারের আশায় দ্বারস্থ প্রশাসনের

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ, " একে তো এখনও ডেঙ্গি বিষয়ে সম্পূর্ণ নির্বিকার জেলা প্রশাসন । আর সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। তার উপর বর্তমানে যে কীটনাশক বা স্প্রে করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তাতেও রয়েছে ভেজাল। সেখানেও চলছে কাটমানির খেলা। ফলে মশা মরা তো দূরের কথা, আরও প্রাণবন্ত হচ্ছে মশার লার্ভারা। এদিকে ডেঙ্গি আক্রান্তের হিসেবে এককথায় শীর্ষ তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলা। তাই দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সজাগ ও সর্তকতা অবলম্বন করতে হবে। তবেই ডেঙ্গি নিয়ন্ত্রণে আনা যাবে।"

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, কামান দাগলেন অধীর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল