প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসে 'প্রতারিত' যুবতী, ন্যায়বিচারের আশায় দ্বারস্থ প্রশাসনের

Last Updated:

Cheating on woman : সময়ের সঙ্গে সঙ্গে ক্রমে সেই আলাপ গড়ায় প্রেমে৷ এর পর প্রেমের টানে ওই যুবতী বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আনিস উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার : প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসে প্রতারিত হওয়ার অভিযোগ এক যুবতীর। অবশেষে ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের শরিয়তপুরের বাসিন্দা সোনিয়া খাতুন। অভিযোগকারিণীর বক্তব্য, গত দু'বছর আগে তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার চাঁদা গ্রামের বাসিন্দা রহমাতুল্লাহ মল্লিক নামে এক যুবকের।
সময়ের সঙ্গে সঙ্গে ক্রমে সেই আলাপ গড়ায় প্রেমে৷ এর পর প্রেমের টানে ওই যুবতী বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে। এমনকি ওই মহিলার দাবি, রহমাতুল্লাহ মল্লিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধও হন তিনি। এদিকে বিয়ের পর জানতে পারেন রহমতউল্লাহ মল্লিক আগে থেকেই বিবাহিত ছিলেন। তবে রহমাতুল্লাহ মল্লিক ওই যুবতীকে জানান যে তাঁর প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে।
advertisement
আরও পড়ুন : পুকুর ভরাটের বিরোধিতায় গান বাঁধলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাউলশিল্পী
বিয়ের পর একটি সন্তানের জন্ম দেন সোনিয়া। বিপত্তিঘটে গত কয়েক মাস আগে। সোনিয়ার অভিযোগ, তার স্বামীর বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক রয়েছে৷ অভিযোগ, যা নিয়ে প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন। এমনকি বাড়ি থেকে বারও করে দেওয়া হয় তাঁকে।
advertisement
advertisement
আরও পড়ুন :  ১৬ মেট্রিকটন মতো সবজির ফলন! রাজ্যের এই জেলা যেন সত্য়িই সবুজের ভাণ্ডার
এর পরই ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হন ওই মহিলা। গত ২৯ অক্টোবর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ঘটনার পর শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত ওই বাংলাদেশি মহিলা। এখন ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসে 'প্রতারিত' যুবতী, ন্যায়বিচারের আশায় দ্বারস্থ প্রশাসনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement