East Bardhaman News: ১৬ মেট্রিকটন মতো সবজির ফলন! রাজ্যের এই জেলা যেন সত্য়িই সবুজের ভাণ্ডার

Last Updated:

শীতকালীন সবজি চাষ প্রায় শেষ এবার জমি থেকে ফলন তোলার অপেক্ষায় তাঁরা।

+
শীতের

শীতের সবজিতে ভরে গিয়েছে জেলার মাঠগুলি 

#পূর্ব বর্ধমান: শীত বুড়ো প্রায় দৌড়গোড়ায় কড়া নাড়ছে। সকালে ও সন্ধ্যের দিকে হালকা শীতের আমেজ পাচ্ছেন সাধারণ মানুষ। আর শীতকাল মানেই জমিয়ে খাওয়া দাওয়া। সেই খাওয়া-দাওয়া শুধুই যে পিঠেপুলি, জমিয়ে কষা মাংস তা নয়। প্রতিদিন দুপুরে হোক বা রাতের খাবারের থালায় শীতকালীন সবজির সমহার। শীতের মরশুমে মনটা চায় প্রতিদিনই নিত্যনতুন সবজি খেতে। কারণ এই সময়টাতেই তো কৃষক বন্ধুরা সাধারণ মানুষকে উপহার দেয় শীতকালীন নানা স্বাদের সবজি।
যে লিস্টে থাকে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, পালং শাক, লঙ্কা ইত্যাদি। ইতিমধ্যেই কৃষকরা নেমে পড়েছেন মাঠে। শীতকালীন সবজি চাষ প্রায় শেষ এবার জমি থেকে ফলন তোলার অপেক্ষায় তাঁরা। আবহাওয়ার খামখেয়ালিপণার জেরে জেলার অনেক জমিতেই এখনও ফলন ধরেনি। যার ফলে কিছুটা দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন কৃষকরা।
advertisement
বাংলার শস্য ভান্ডার হল পূর্ব বর্ধমান জেলা। শস্যভান্ডার মানে শুধুই যেখানে ধান চাষ হয় তা নয় শীতকালীন সবজিও চাষ হয় এই জেলায়। তাই শীতের আমেজ পড়তেই স্বাভাবিকভাবেই নজর কাড়ছে শীতকালীন সবজিগুলি।
advertisement
আরও পড়ুন: পার্টির শেষে তরুণীকে গণধর্ষণ রাজারহাটের নামী রিসর্টে! পুলিশের জালে চার অভিযুক্ত
কৃষকরা মূলত বছরের অগাস্ট মাসে চারা রোপণ করেন এই শীতকালীন সবজির জন্য। এরপর তারা শুরু করেন চাষের কাজ। চারা থেকে গাছ বেরোনো সেখান থেকে ফলন হওয়া তাতে অন্তত তিনমাস সময় লাগে। কোথাও কোথাও আবার ফলন ধরতে একটু বাড়তি সময় লেগে যায়। আবহাওয়ার পরিবর্তনের জেরেই এই রকম সমস্যায় পড়তে হয় কৃষকদের।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমান জেলায় ৫৫ থেকে ৫৬ হেক্টর জায়গা জুড়ে চাষ হয় সবজি। ১৬.৫ মেট্রিকটন মতো সবজির ফলন হয় জেলায়। রাজ্যে যা উল্লেখযোগ্য। তবে আগামী দিনে যাতে ফলন আরও বৃদ্ধি পায় তার জন্য অত্যাধুনিক পদ্ধতি, যন্ত্র ব্যবহার করছে জেলার কৃষকরা।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ১৬ মেট্রিকটন মতো সবজির ফলন! রাজ্যের এই জেলা যেন সত্য়িই সবুজের ভাণ্ডার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement