এদিন অধীর চৌধুরী বলেন, এটি একটি গোটা সারা ভারতবর্ষ জুড়ে সত্যাগ্রহর প্রতিবাদ চলছে। রাহুল গান্ধীকে ২০১৯ সালের একটি কেসে পরিকল্পিতভাবে ২০২২ সালে অভিযুক্ত করে একটি মিথ্যা মামলা সাজিয়ে তাঁকে সাজা করিয়ে তার প্রার্থী পদ খারিজ করা হল, এমনটাই অভিযোগ অধীরের। ২০১৯ সালে রাহুল গান্ধী কর্ণাটকে নির্বাচনী প্রচারে বলেছিলেন যে সারা দেশকে যারা লুট করে বিদেশে চলে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানকে লুট করে চলে যাচ্ছে তাদের টাইটেলে কি কারণে মোদির নাম আসছে? একথা উনি কোনও ব্যক্তিকে কিংবা সমাজকে অপমান করার জন্য বলেননি, কোনও জাতিকে অপমান করার জন্য বলেননি, এমনটাই মত অধীরের।
advertisement
আরও পড়ুন: ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! এবার আক্রান্ত CPIM, বোমার মারাত্মক পরিস্থিতি দলীয় কর্মীর
অধীর চৌধুরী বলেন, ‘‘সারা ভারতবর্ষ জুড়ে সত্যাগ্রহর প্রতিবাদ চলছে। রাহুল গান্ধীকে ২০১৯ সালের একটি কেসে পরিকল্পিতভাবে ২০২২ সালে অভিযুক্ত করে একটি মিথ্যা মামলা সাজিয়ে তাকে সাজা করিয়ে তার প্রার্থী পথ খারিজ করা হল। ২০১৯ সালে রাহুল গান্ধী কর্ণাটকের নির্বাচনী প্রচারে বলেছিলেন যে সারা দেশকে যারা লুট করে বিদেশে চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক আত্মিক প্রতিষ্ঠানকে লুট করে চলে যাচ্ছে, তাদের টাইটেলে কি কারণে মোদির নাম আসছে?
আরও পড়ুন: গণনায় অশান্তি! কাউন্টিং এজেন্টকে রাস্তায় বাঁধা, সিপিএম বিরুদ্ধে শাসকের অভিযোগ
তাই আমরা গোটা দেশের বিভিন্ন জায়গার সঙ্গে বহরমপুরে মৌন সত্যাগ্রহ আন্দোলন পালন করছি বলেই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে রাজ্যে সরকার ও তৃণমূলকে কটাক্ষ করে আক্রমণ করলেন অধীর চৌধুরী।
কৌশিক অধিকারী