WB Panchayat Election 2023: ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! এবার আক্রান্ত CPIM, বোমার মারাত্মক পরিস্থিতি দলীয় কর্মীর

Last Updated:

সাগরপাড়া থানার নতুনপাড়া এলাকায় সিপিআইএম কর্মীর ওপর বোমা হামলার অভিযোগ।

ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! এবার আক্রান্ত CPIM, বোমায় মারাত্মক পরিস্থিতি দলীয় কর্মীর
ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! এবার আক্রান্ত CPIM, বোমায় মারাত্মক পরিস্থিতি দলীয় কর্মীর
মুর্শিদাবাদের ফের ভোটের হিংসার বলি এক রাজনৈতিক কর্মী। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তুমুল অশান্ত এই জেলা। ভোটের দিন ,পরের দিন, এমনকী গণনার দিনেও অশান্ত ছিল মুর্শিদাবাদ। জেলার বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবর আসে। এক দলের কর্মীদের ওপর চড়াও অন‍্যদলের কর্মীরা। লাঠালাঠি থেকে বোমাবাজি, বাদ যায়নি কিছুই। সেই তালিকাতেই যুক্ত হল নতুন এই বোমাহামলা।
সাগরপাড়া থানার নতুনপাড়া এলাকায় সিপিআইএম কর্মীর ওপর বোমা হামলার অভিযোগ। ঘটনায় জখম হন একজন বাম কর্মী। জখম ওই ব‍্যক্তিকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
advertisement
advertisement
অন‍্যদিকে ভোট গণনার দিন কেন্দ্রে আসার পথে প্রার্থী ও তাঁর স্বামীকে রাস্তায় আটকে মারধর ও এজেন্ট কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে সিপিআইএমের বিরুদ্ধে। আবার পঞ্চায়েত নির্বাচনের দিনে শনিবার রঘুনাথগঞ্জের দয়ারামপুর বড়শিমূল গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর এলাকাতেই ৮৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মী মইদুল শেখ-সহ প্রায় পাঁচ থেকে সাত জনকে বেধড়ক মারধর এবং ধারাল অস্ত্রের কোপ দেয় এবং বোমাবাজি করা হয় বলেও অভিযোগ ওঠে। নির্বাচনের দিন কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণ করে বলে অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! এবার আক্রান্ত CPIM, বোমার মারাত্মক পরিস্থিতি দলীয় কর্মীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement