WB Panchayat Election 2023: ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! এবার আক্রান্ত CPIM, বোমার মারাত্মক পরিস্থিতি দলীয় কর্মীর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সাগরপাড়া থানার নতুনপাড়া এলাকায় সিপিআইএম কর্মীর ওপর বোমা হামলার অভিযোগ।
মুর্শিদাবাদের ফের ভোটের হিংসার বলি এক রাজনৈতিক কর্মী। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তুমুল অশান্ত এই জেলা। ভোটের দিন ,পরের দিন, এমনকী গণনার দিনেও অশান্ত ছিল মুর্শিদাবাদ। জেলার বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবর আসে। এক দলের কর্মীদের ওপর চড়াও অন্যদলের কর্মীরা। লাঠালাঠি থেকে বোমাবাজি, বাদ যায়নি কিছুই। সেই তালিকাতেই যুক্ত হল নতুন এই বোমাহামলা।
সাগরপাড়া থানার নতুনপাড়া এলাকায় সিপিআইএম কর্মীর ওপর বোমা হামলার অভিযোগ। ঘটনায় জখম হন একজন বাম কর্মী। জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
advertisement
advertisement
অন্যদিকে ভোট গণনার দিন কেন্দ্রে আসার পথে প্রার্থী ও তাঁর স্বামীকে রাস্তায় আটকে মারধর ও এজেন্ট কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে সিপিআইএমের বিরুদ্ধে। আবার পঞ্চায়েত নির্বাচনের দিনে শনিবার রঘুনাথগঞ্জের দয়ারামপুর বড়শিমূল গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর এলাকাতেই ৮৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মী মইদুল শেখ-সহ প্রায় পাঁচ থেকে সাত জনকে বেধড়ক মারধর এবং ধারাল অস্ত্রের কোপ দেয় এবং বোমাবাজি করা হয় বলেও অভিযোগ ওঠে। নির্বাচনের দিন কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণ করে বলে অভিযোগ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 8:17 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! এবার আক্রান্ত CPIM, বোমার মারাত্মক পরিস্থিতি দলীয় কর্মীর