TRENDING:

Murshidabad News| Accident: ফারাক্কা ব্যারেজে মর্মান্তিক দুর্ঘটনা! ভয়ানক যানজট, বন্ধ থাকল উত্তর ‌ও দক্ষিণবঙ্গের যোগাযোগ

Last Updated:

ফারাক্কা ব্যারেজে এক মর্মান্তিক ঘটনা। যার জেরে বন্ধ থাকল যান চলাচল, ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন থাকল বেশ দীর্ঘক্ষণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফরাক্কা: ফারাক্কা ব্যারেজ। যা লাইফ লাইন উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের। সেই ফরাক্কা ব্যারেজ ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যার জেরে বন্ধ থাকল যান চলাচল, ফলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন থাকল বেশ দীর্ঘক্ষণ। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে জখম হল একজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্রিজের ১৫ নম্বর গেটে সামনে।
ফরাক্কা ব্যারেজের ওপর ১৫নং গেটের সামনে দুর্ঘটনা
ফরাক্কা ব্যারেজের ওপর ১৫নং গেটের সামনে দুর্ঘটনা
advertisement

আরও পড়ুন Malda Professor turns Pop Singer: ফাটাফাটি ব্যাপার! মালদহের পপ সিঙ্গার মাতালেন সুইডেন! গাইলেন 'I am Virus', শুনুন

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত দুটো নাগাদ ফরাক্কা ব্যারেজের ১৫ নম্বর গেটের কাছে মালদাহ গামী একটি ডাম্পার ও অপরদিকে থেকে ফরাক্কা গামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ডাম্পারের মধ্যে থাকা গাড়ির চালক আটকে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ ও মালদা জেলার বৈষ্ণব নগর থানার পুলিশ। এবং একটি দমকলের ইঞ্জিন। শুরু হয় উদ্ধার কাজ। যার ফলে রাত থেকে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র পথ ফরাক্কার ব্রিজ।

advertisement

আরও পড়ুন Allegation against Nursing Home| Birbhum: জুটেছে খারাপ ব্যবহার, মেলেনি সদ্যোজাতের চিকিৎসা, শিশুর মৃত্যু, অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে

রবিবার সকালে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রচেষ্টায় উদ্ধার করা হয় আহতকে। আহতকে উদ্ধার করে ফরাক্কা ব্লক বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।দেহে একাধিক ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ফরাক্কা ব্যারেজ গুরুত্বপূর্ণ সেতু। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম সেতু এই ব্রিজ। তবে ব্রিজের ওপর দুর্ঘটনার কারণে ভোর রাত থেকেই যানজট তৈরি হয়। তবে রবিবার অনেক বেলাতে আহতকে উদ্ধার করার পরে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে।

advertisement

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News| Accident: ফারাক্কা ব্যারেজে মর্মান্তিক দুর্ঘটনা! ভয়ানক যানজট, বন্ধ থাকল উত্তর ‌ও দক্ষিণবঙ্গের যোগাযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল