Allegation against Nursing Home| Birbhum: জুটেছে খারাপ ব্যবহার, মেলেনি সদ্যোজাতের চিকিৎসা, শিশুর মৃত্যু, অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে

Last Updated:

শিশু সাথি প্রকল্পে বিনামূল্যে চিকিতসা পরিষেবা দেওয়ার কথা থাকলেও, মেলেনি সেই সুবিধা৷ এমনই অভিযোগ উঠেছে৷

#বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শিশু সাথি প্রকল্পে বিনামূল্যে চিকিতসা পরিষেবা দেওয়ার কথা থাকলেও বীরভূমের এক  সদ্যোজাতকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে টাকার দাবি পূরণ না করাতে , সদ্যোজাতের চিকিতসায় অবহেলা পরে মৃত্যু হয়, এমন গুরুতর অভিযোগ । বেসরকারি হাসপাতালের বিরদ্ধে বীরভূম জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ ,  অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ।
advertisement
১৬ ই জুন বীরভূমের বাসিন্দা মৌ মন্ডল সিউড়ীর একটি বেসরকারি হাসপাতালে শিশুর জন্ম দেয় । শিশুর শ্বাসকষ্ট থাকায় তাকে প্রথমে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতাল , পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ , পিজি হয়ে এন আর এস এ ভর্তি করা হয় । ২০ দিন ভর্তি থাকার পর  কিছুটা স্বাভাবিক হওয়ায়৷ ওই শিশুর শিশুসাথি প্রকল্পের কার্ড করিয়ে দেয় রাজ্য স্বাস্থ্য দফতর এবং শিশুকে পরবর্তী চিকিতসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়৷  সেখানে নিয়ে আসার সাথে সাথে ৪০ হাজার টাকা দাবি করা হয় চিকিতসার জন্য৷ ভেন্টিলেশনে রাখার জন্য প্রতিদিন দেড়লক্ষ টাকা করেও দাবি করা হয় বলে অভিযোগ।
advertisement
পাশাপাশি ওই শিশুর পরিবারের সাথেও খারাপ ব্যাবহার করার অভিযোগ উঠেছে । শিশুর ইঞ্জেকশানের জন্য চল্লিশ হাজার টাকা পরিবার দেয় । পরিবার শিশু সাথির প্রকল্পের কথা বললে তাদের গালি দেওয়া হয় বলেও অভিযোগ করেন শিশুর বাড়ির লোক । পরে শিশুর চিকিতসায় অব্যাবস্থার অভিযোগ তুলেছে পরিবার , শিশুর গলায় পাইপ ভরতে গেলে মুখ থেকে রক্ত বেরিয়ে আসে৷ এমনকী শিশুকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতাল থেকে বের করে দেওয়ার ও অভিযোগ ওঠে ।
advertisement
তারা ওই শিশুকে সিউড়ী হাসপাতালে নিয়ে আসে শোচনীয় অবস্থায়৷ সিউড়ী হাসপাতালেই ওই শিশু মারা যায় ৭ তারিখ । দুর্গাপুরের ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ করেছে ওই শিশুর পরিবার৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন তারা৷ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীরভূম জেলা স্বাস্থ্য দফতর । জানা গিয়েছে তদন্তের রিপোর্ট তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হবে নবান্নে ।
advertisement
শিশুর মা মৌ মন্ডল বলেন , " আমার বাচ্চাকে ভর্তি করলে ওনারা শিশু সাথী কার্ড গ্রাহ্য করেননি । বলেছিলেন বাচ্চাকে বাঁচাতে গেলে কার্ড নয় টাকা লাগবে । টাকা দেওয়ার পরও আমার বাচ্চার মুখে নল ভরতে গিয়ে গোটা মুখ থেকে রক্ত বেরিয়ে আসে । আর এই চিকিৎসার গাফিলতিতেই আমার বাচ্চা মারা যায় । আমি শাস্তি চাই । "
advertisement
যদিও যে নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, তারা ঘটনা অস্বীকার করেছে৷ এমনকী শিশুটি সেখানে ভর্তি হয়নি, এই কথা জানিয়েছে৷ হাসপাতালের ডাক্তার দেবাশীষ ঘোষ বলেন , " বাচ্চাটি এখানে ভর্তি হয়নি । ইমার্জেন্সিতে বাচ্চাটি এসেছিল । তারপর ওখানেই ওর ইকোকার্ডিওগ্রাফি করা হয় । তারপরই রাত্রি ৯ টা নাগাদ বাচ্চাটিকে তার পরিবারের লোক এখান থেকে নিয়ে চলে যান । এবার যখন এই বাচ্চাটি এখানে ভর্তিই হয়নি তবে টাকা পয়সার কোন প্রশ্নই নেই । আর এমনিতেও এখানে শিশু সাথী, স্বাস্থ্য সাথী সব রকমেরই সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়া হয় । "
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Allegation against Nursing Home| Birbhum: জুটেছে খারাপ ব্যবহার, মেলেনি সদ্যোজাতের চিকিৎসা, শিশুর মৃত্যু, অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement