Allegation against Nursing Home| Birbhum: জুটেছে খারাপ ব্যবহার, মেলেনি সদ্যোজাতের চিকিৎসা, শিশুর মৃত্যু, অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে

Last Updated:

শিশু সাথি প্রকল্পে বিনামূল্যে চিকিতসা পরিষেবা দেওয়ার কথা থাকলেও, মেলেনি সেই সুবিধা৷ এমনই অভিযোগ উঠেছে৷

#বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শিশু সাথি প্রকল্পে বিনামূল্যে চিকিতসা পরিষেবা দেওয়ার কথা থাকলেও বীরভূমের এক  সদ্যোজাতকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে টাকার দাবি পূরণ না করাতে , সদ্যোজাতের চিকিতসায় অবহেলা পরে মৃত্যু হয়, এমন গুরুতর অভিযোগ । বেসরকারি হাসপাতালের বিরদ্ধে বীরভূম জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ ,  অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ।
advertisement
১৬ ই জুন বীরভূমের বাসিন্দা মৌ মন্ডল সিউড়ীর একটি বেসরকারি হাসপাতালে শিশুর জন্ম দেয় । শিশুর শ্বাসকষ্ট থাকায় তাকে প্রথমে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতাল , পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ , পিজি হয়ে এন আর এস এ ভর্তি করা হয় । ২০ দিন ভর্তি থাকার পর  কিছুটা স্বাভাবিক হওয়ায়৷ ওই শিশুর শিশুসাথি প্রকল্পের কার্ড করিয়ে দেয় রাজ্য স্বাস্থ্য দফতর এবং শিশুকে পরবর্তী চিকিতসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়৷  সেখানে নিয়ে আসার সাথে সাথে ৪০ হাজার টাকা দাবি করা হয় চিকিতসার জন্য৷ ভেন্টিলেশনে রাখার জন্য প্রতিদিন দেড়লক্ষ টাকা করেও দাবি করা হয় বলে অভিযোগ।
advertisement
পাশাপাশি ওই শিশুর পরিবারের সাথেও খারাপ ব্যাবহার করার অভিযোগ উঠেছে । শিশুর ইঞ্জেকশানের জন্য চল্লিশ হাজার টাকা পরিবার দেয় । পরিবার শিশু সাথির প্রকল্পের কথা বললে তাদের গালি দেওয়া হয় বলেও অভিযোগ করেন শিশুর বাড়ির লোক । পরে শিশুর চিকিতসায় অব্যাবস্থার অভিযোগ তুলেছে পরিবার , শিশুর গলায় পাইপ ভরতে গেলে মুখ থেকে রক্ত বেরিয়ে আসে৷ এমনকী শিশুকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতাল থেকে বের করে দেওয়ার ও অভিযোগ ওঠে ।
advertisement
তারা ওই শিশুকে সিউড়ী হাসপাতালে নিয়ে আসে শোচনীয় অবস্থায়৷ সিউড়ী হাসপাতালেই ওই শিশু মারা যায় ৭ তারিখ । দুর্গাপুরের ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ করেছে ওই শিশুর পরিবার৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন তারা৷ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীরভূম জেলা স্বাস্থ্য দফতর । জানা গিয়েছে তদন্তের রিপোর্ট তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হবে নবান্নে ।
advertisement
শিশুর মা মৌ মন্ডল বলেন , " আমার বাচ্চাকে ভর্তি করলে ওনারা শিশু সাথী কার্ড গ্রাহ্য করেননি । বলেছিলেন বাচ্চাকে বাঁচাতে গেলে কার্ড নয় টাকা লাগবে । টাকা দেওয়ার পরও আমার বাচ্চার মুখে নল ভরতে গিয়ে গোটা মুখ থেকে রক্ত বেরিয়ে আসে । আর এই চিকিৎসার গাফিলতিতেই আমার বাচ্চা মারা যায় । আমি শাস্তি চাই । "
advertisement
যদিও যে নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, তারা ঘটনা অস্বীকার করেছে৷ এমনকী শিশুটি সেখানে ভর্তি হয়নি, এই কথা জানিয়েছে৷ হাসপাতালের ডাক্তার দেবাশীষ ঘোষ বলেন , " বাচ্চাটি এখানে ভর্তি হয়নি । ইমার্জেন্সিতে বাচ্চাটি এসেছিল । তারপর ওখানেই ওর ইকোকার্ডিওগ্রাফি করা হয় । তারপরই রাত্রি ৯ টা নাগাদ বাচ্চাটিকে তার পরিবারের লোক এখান থেকে নিয়ে চলে যান । এবার যখন এই বাচ্চাটি এখানে ভর্তিই হয়নি তবে টাকা পয়সার কোন প্রশ্নই নেই । আর এমনিতেও এখানে শিশু সাথী, স্বাস্থ্য সাথী সব রকমেরই সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়া হয় । "
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Allegation against Nursing Home| Birbhum: জুটেছে খারাপ ব্যবহার, মেলেনি সদ্যোজাতের চিকিৎসা, শিশুর মৃত্যু, অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement