পুরোনো শত্রুতার জেরেই ধোলো শেখের ওপর হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির মাথায় ও কানে আঘাত লাগে। আঘাতের জেরে রাস্তার ধারে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকার বাসিন্দাদের নজরে এলে পরিবার কে খবর দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ ক্ষুদ্রতম গ্রিটি়ংস কার্ড বানিয়ে চমক! ইন্ডিয়া বুকে নাম তুলল সম্রাট
পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সালার (Salar) ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। কি কারণে এই হামলা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ কলেজ চত্বরের গাছ কেটে , ক্যান্টিন ভেঙে নতুন দোকান!
ঘটনার জেরে সালার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার সালারে।
KOUSHIK ADHIKARY