Murshidabad: ক্ষুদ্রতম গ্রিটি়ংস কার্ড বানিয়ে চমক! ইন্ডিয়া বুকে নাম তুলল সম্রাট

Last Updated:

দেশের সব চেয়ে ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড তৈরি করেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের (Khargram Block) সম্রাট কর। আর তাতেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম উঠল সম্রাটের।

+
title=

খড়গ্রামঃ দেশের সব চেয়ে ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড তৈরি করেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের (Khargram Block) সম্রাট কর। আর তাতেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম উঠল সম্রাটের। ৪৫১ নম্বর নিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Pass) উত্তীর্ণ হয়েছে সে। খড়গ্রাম (Kharagram) হাইস্কুলের কলাবিভাগে ভর্তি হয়েছে। বাবা পেশায় চাষী মলয় চন্দ্র কর, মা গৃহবধূ সোনালী কর। মা, বাবা, বোন নিয়ে চারজনের সংসার। ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সম্রাট কর। আর সেই পারদর্শীতাই তাকে পৌঁছে দিল সাফল্যের শিখরে। দেশের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির তৈরি করল সম্রাট। মুর্শিদাবাদ জেলার (Murshidabad District) খড়গ্রাম ব্লকের অন্তর্গত হরপুর গ্রাম (Harpur village)। এই গ্রামেই ছোট থেকেই বড় হয়ে ওঠা সম্রাট করের।
তার তৈরী দুই সেন্টিমিটার বাই ১.৫ সেন্টিমিটার মাপের দেশের পতাকা (National Flag) আঁকা তিন স্তর বিশিষ্ট গ্রিটিংস কার্ড (Greetings Card)। ১১ই মে এই গ্রিটিংস কার্ড কনফার্ম করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। অবশেষে তার বাড়িতে এসে পৌঁছায় শংসাপত্র, মেডেল ও পেন। ছোট থেকেই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বহু পুরস্কার এসেছে ঝুলিতে। তবে তাতেও সে পিছিয়ে থাকে নি। ছোট থেকেই আঁকা ও হাতের কাজে পারদর্শী ছিল সম্রাট।
advertisement
advertisement
সম্রাটের কথায়, আমি খুব খুশি এই পুরস্কার পেয়ে। আমি ভাবতে পারিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলতে পারব। এই সাফল্যে আমি সহ গোটা পরিবার যেমন খুশি ঠিক তেমনই আমার সাফল্যের পিছনে আমার শিক্ষকের অবদানও অনস্বীকার্য। সম্রাটের বাবা কৃষিজীবী মলয় কর জানান, 'আমি খুব খুশি আমার ছেলের এই সাফল্যে। আগামী দিনে যতদূর পড়া করতে চায় পড়া করুক।'
advertisement
আরও পড়ুনঃ সামান্য বৃষ্টিতেই বড় বড় খানা-খন্দ, বাদশাহী সড়কে রোজ বাড়ছে দুর্ঘটনা
মা সোনালী করের কথায়, 'আমি প্রথম থেকে আমার ছেলে যা চেয়েছে তাই করতে দিয়েছি। তবে এই সাফল্যের পর আগামী দিনে আরও ভালো করুক এটাই চাইব।' গ্রামের বাসিন্দারাও খুশি তার সাফল্যে।
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ক্ষুদ্রতম গ্রিটি়ংস কার্ড বানিয়ে চমক! ইন্ডিয়া বুকে নাম তুলল সম্রাট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement