TRENDING:

Murshidabad News: ফরাক্কাতে উদ্ধার নিষিদ্ধ নেশার সামগ্রী, গ্রেফতার ৫ জন

Last Updated:

বাংলাদেশে পাচারের আগেই বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার  রাণীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, স্পেশাল অপারেশন গ্রুপের সহযোগিতায় রাণীনগর থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি বাসকে আটক করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: বাংলাদেশে পাচারের আগেই বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, স্পেশাল অপারেশন গ্রুপের সহযোগিতায় রাণীনগর থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি বাসকে আটক করে। বাসে তল্লাশি চালানোর সময় পাঁচ জন আরোহীকে জিজ্ঞাসাবাদ করে৷ তাদের হেফাজত থেকে ৫০০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয় এবং সকলকেই ব্যাক্তিদের গ্রেফতার করা হয়।
রানীনগরে উদ্ধার হওয়া নিষিদ্ধ ফেন্সিডিল সহ ধৃত পাঁচজন 
রানীনগরে উদ্ধার হওয়া নিষিদ্ধ ফেন্সিডিল সহ ধৃত পাঁচজন 
advertisement

আরও পড়ুন Siliguri News: বাড়ি ফাঁকা রেখে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল পরিবার ,বাড়ি ফিরে যা দেখলেন

পুলিশ জানিয়েছে ধৃতের নাম মান্নান সেখ (৩৫), এনারুল সেখ (৩২)৷ দুইজনের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত নাবিনগ্রাম গ্রামে। আবদুল্লাহ সেখ (৪২), লালমোন সেখ (৩২) ইরাকুল সেখ (২৯) ধৃত তিনজনের বাড়ি রানীনগর থানার রাজাপুর গ্রামে।

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। এই জেলা দিয়ে মাদক পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। তবে বর্তমানে এই মাদক দ্রব্য উত্তরবঙ্গ দিয়ে পাচার করা হচ্ছে বাংলাদেশে। এই মাদক দ্রব্য ফেনসিডিল বাংলাদেশের নেশার সামগ্রী হিসেবে বিক্রি করা হয়। ভারতে এই ফেনসিডিল নিষিদ্ধ হলেও বাংলাদেশে নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তবে উদ্ধার হওয়া এই নিষিদ্ধ মাদক দ্রব্য ফেনসিডিলের বাজার মুল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুন Hooghly News: হাজার বছরের প্রাচীন কালিয়াগরের ডাকাত কালীর রোমহর্ষক কাহিনী, জানুন

শুধু রানীনগরে না, সম্প্রতি মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে উদ্ধার হয় পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল ।মটর বাইকে পাচারের আগেই সেই ফেনসিডিল উদ্ধার হয়। তবে তারপরে গোটা জেলা জুড়ে নাকা চেকিং শুরু করে। আর সেই নাকা চেকিংয়ের সময়ে বেসরকারি বাসের মধ্যে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের বিশেষ আকর্ষণ এখন বাংলায়! বাজারে উপচে পড়ছে ভিড়, দাম ১ কেজি ১০০ টাকা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফরাক্কাতে উদ্ধার নিষিদ্ধ নেশার সামগ্রী, গ্রেফতার ৫ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল