আরও পড়ুন Siliguri News: বাড়ি ফাঁকা রেখে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল পরিবার ,বাড়ি ফিরে যা দেখলেন
পুলিশ জানিয়েছে ধৃতের নাম মান্নান সেখ (৩৫), এনারুল সেখ (৩২)৷ দুইজনের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত নাবিনগ্রাম গ্রামে। আবদুল্লাহ সেখ (৪২), লালমোন সেখ (৩২) ইরাকুল সেখ (২৯) ধৃত তিনজনের বাড়ি রানীনগর থানার রাজাপুর গ্রামে।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। এই জেলা দিয়ে মাদক পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। তবে বর্তমানে এই মাদক দ্রব্য উত্তরবঙ্গ দিয়ে পাচার করা হচ্ছে বাংলাদেশে। এই মাদক দ্রব্য ফেনসিডিল বাংলাদেশের নেশার সামগ্রী হিসেবে বিক্রি করা হয়। ভারতে এই ফেনসিডিল নিষিদ্ধ হলেও বাংলাদেশে নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তবে উদ্ধার হওয়া এই নিষিদ্ধ মাদক দ্রব্য ফেনসিডিলের বাজার মুল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন Hooghly News: হাজার বছরের প্রাচীন কালিয়াগরের ডাকাত কালীর রোমহর্ষক কাহিনী, জানুন
শুধু রানীনগরে না, সম্প্রতি মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে উদ্ধার হয় পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল ।মটর বাইকে পাচারের আগেই সেই ফেনসিডিল উদ্ধার হয়। তবে তারপরে গোটা জেলা জুড়ে নাকা চেকিং শুরু করে। আর সেই নাকা চেকিংয়ের সময়ে বেসরকারি বাসের মধ্যে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
কৌশিক অধিকারী