বিশেষত জল নিকাশী ব্যবস্থা ও মাত্র ১৫০ মিটার রাস্তার অভাবেই এই পরিস্থিতি। এই এলাকায় ১৫০ লোকের বসবাস এখানে। পানীয় জলের দিক থেকে দেখতে গেলে ১৩ ও ১৪নং ওয়ার্ডের জলে আর্সেনিক এর মাত্রা বেশি থাকায় তা বর্তমানে পান করার জন্য অযোগ্য। ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেন ভোট মিটে গেলেও কোন কাজ হয়না বলে অভিযোগ। এলাকাতে বেলডাঙা পৌরসভার পক্ষ থেকে অনেক প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নির্মান করে তাতে প্রধান মন্ত্রী আবাস যোজনার বদলে পুরসভার উদ্যোগে নির্মিত বাড়ি লেখা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বাইক চুরিতে ঝাড়খণ্ড থেকেই চলত অপারেশন! তিনজনকে পাকড়াও করল পুলিশ
এলাকার উন্নতির জন্য বেলডাঙা পৌরসভাকে বারংবার জানিও কোন কাজ হয়নি বলে অভিযোগ। এমকি পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের কাছেও এই বিষয়ে নিয়ে চিঠি করেছেন। তাতেও কোন সুরাহা হয়নি, হচ্ছে হবে দিনের পর দিন চলে যাচ্ছে কাজের কাজ হচ্ছে না বলে দাবি এলাকা বাসীদের। তবে কবে এই সমস্যার সমাধান হবে তার দিকে তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা।
Koushik Adhikary