এছাড়াও অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মালদহ জেলার ১১টি কলেজের মধ্যে নয়টি কলেজের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। নয়টি কলেজের পড়ুয়ারা যুব সংসদ প্রতিযোগিতায় গণতন্ত্র বিষয়ক মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয় মঞ্চে। কলেজের ছাত্র-ছাত্রীরা শাসক ও বিরোধী পক্ষ হয়ে রাজ্যের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং একে অপরকে দোষারোপ করেন পাশাপাশি বিভিন্ন কুইজ প্রতিযোগিতা কলেজের বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হয়।
advertisement
আরও পড়ুনঃ নির্মল বিদ্যালয় সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা, আয়োজিত নানা অনুষ্ঠান
এদিন দিনভর গৌড় মহাবিদ্যালয়ে পরিষদীয় বিষয়ক প্রতিযোতা অনুষ্ঠিত হয়। গণতন্ত্র বিষয়ক মকপার্লামেন্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মালদহ কলেজ, দ্বিতীয় স্থানে গৌড় মহাবিদ্যালয় ও তৃতীয় গাজোল মহাবিদ্যালয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। গৌড় মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল ডক্টর অসীম কুমার সরকার বলেন, পরিষদীয় ও বিভাগ সম্পর্কে পর্বতের মধ্যে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ।
আরও পড়ুনঃ মালদহে স্কুল ছুট কত? জানতে সার্ভে করবে সর্বশিক্ষা মিশন
পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগের উদ্যোগে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মালদহ জেলার নয়টি কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের ফলে পড়ুয়ারা পরিষদীয় বিষয় সম্পর্ক সচেতন হতে পারবেন।
Harashit Singha





