TRENDING:

Malda News- নেশায় বুঁদ, পরিবার বাধা দিতে গেলে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

Last Updated:

নেশা করার সময় হাত থেকে মাদক ছিনিয়ে নেয় দাদা। তাতেই আত্মহত্যার চেষ্টা করে মাদকাসক্ত যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ- তিন দিন ধরে নেশায় বুঁদ যুবক। খাওয়া দাওয়া না করে ক্রমাগত নেশা করে যাচ্ছিল। বাবা- মা বকাবকি করলেও কথা শোনেনি। অবশেষে মঙ্গলবার নেশা করার সময় হাত থেকে মাদক ছিনিয়ে নেয় দাদা। তাতেই আত্মহত্যার চেষ্টা করে মাদকাসক্ত যুবক। ঘরের মধ্যে ঢুকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরিবারের লোকেরা ছুটে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে আগুন নেভায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে যুবক। এদিন সকালের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ শহরের ব্যারাক কলোনি এলাকায়।
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ অবস্থায় জখম যুবকের নাম বিষ্ণু সিংহ। বাড়ি ব্যারাক কলোনি এলাকায়। বেশ কয়েকদিন ধরেই নেশায় আসক্ত হয়ে পড়েছে ওই যুবক। কোন কাজ করেনা। সব সময় মাদকাসক্ত অবস্থায় থাকে। ধীরে ধীরে মাদকের প্রতি আসক্তি বেড়েই চলেছে। বর্তমানে খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। তিনদিন ধরে কোন খাবার খায়নি। পরিবারের লোকেরা নেশা ছাড়ানোর চেষ্টা বেশ কিছু দিন ধরেই চালিয়ে যাচ্ছে। কিন্তু কোন সুরাহা হয়নি। মঙ্গলবার বাধ্য হয়ে দাদা ভাইকে নেশা করতে বাধা দেয়। নেশার সামগ্রী হাত থেকে ছিনিয়ে নেয়। বেশ কিছুক্ষণ নেশা করতে না পারায় মানসিক বিকৃত হয় তার। অবসাদের জেরে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে বিষ্ণু। পরিবারের লোকেরা তড়িঘড়ি উদ্ধার করায় প্রাণে বাঁচলো ওই যুবক।

advertisement

বর্তমানে এক শ্রেণির কিশোর ও যুবক সম্প্রদায় নিজেদের ভুলে মাদকাসক্ত হয়ে পড়ছে। এর জন্য পরিবারের লোকেদের সচেতন হতে হবে এমনটাই মনে করছেন মনোবিদ চিকিৎসকদের একাংশ। যদি কোন যুবক বা কিশোরের মধ্যে দেখা যায় মাদকের প্রতি ঝুঁকি, তাহলে পরিবারের লোকেদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তাদের সঠিক কাউন্সেলিং করতে হবে পরিবারের লোকেদের। তবেই মাদক সেবন থেকে দূরে সরানো যাবে যুব সমাজকে। তা না হলে, মাদক সেবনের প্রতি আসক্ত হয়ে পড়লে ভয়ঙ্কর পরিণত হতে পারে। মাদকাসক্ত হয়ে পড়লে মানসিক বিকৃতি হয়। তাই অনেক সময় আত্মহত্যা পর্যন্ত করতে পারে। সেই কারণে পরিবারের লোকেদের সর্বদা সজাগ থেকে তার দেখভাল ও কাউন্সেলিং করতে হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ট্রেন, ফ্লাইট বুকিং করার দরকার নেই! রামেশ্বরম দর্শন হোক ঘরের কাছে! কোথায় রয়েছে এই সুযোগ?
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News- নেশায় বুঁদ, পরিবার বাধা দিতে গেলে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল