পরিবার সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ অবস্থায় জখম যুবকের নাম বিষ্ণু সিংহ। বাড়ি ব্যারাক কলোনি এলাকায়। বেশ কয়েকদিন ধরেই নেশায় আসক্ত হয়ে পড়েছে ওই যুবক। কোন কাজ করেনা। সব সময় মাদকাসক্ত অবস্থায় থাকে। ধীরে ধীরে মাদকের প্রতি আসক্তি বেড়েই চলেছে। বর্তমানে খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। তিনদিন ধরে কোন খাবার খায়নি। পরিবারের লোকেরা নেশা ছাড়ানোর চেষ্টা বেশ কিছু দিন ধরেই চালিয়ে যাচ্ছে। কিন্তু কোন সুরাহা হয়নি। মঙ্গলবার বাধ্য হয়ে দাদা ভাইকে নেশা করতে বাধা দেয়। নেশার সামগ্রী হাত থেকে ছিনিয়ে নেয়। বেশ কিছুক্ষণ নেশা করতে না পারায় মানসিক বিকৃত হয় তার। অবসাদের জেরে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে বিষ্ণু। পরিবারের লোকেরা তড়িঘড়ি উদ্ধার করায় প্রাণে বাঁচলো ওই যুবক।
advertisement
বর্তমানে এক শ্রেণির কিশোর ও যুবক সম্প্রদায় নিজেদের ভুলে মাদকাসক্ত হয়ে পড়ছে। এর জন্য পরিবারের লোকেদের সচেতন হতে হবে এমনটাই মনে করছেন মনোবিদ চিকিৎসকদের একাংশ। যদি কোন যুবক বা কিশোরের মধ্যে দেখা যায় মাদকের প্রতি ঝুঁকি, তাহলে পরিবারের লোকেদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তাদের সঠিক কাউন্সেলিং করতে হবে পরিবারের লোকেদের। তবেই মাদক সেবন থেকে দূরে সরানো যাবে যুব সমাজকে। তা না হলে, মাদক সেবনের প্রতি আসক্ত হয়ে পড়লে ভয়ঙ্কর পরিণত হতে পারে। মাদকাসক্ত হয়ে পড়লে মানসিক বিকৃতি হয়। তাই অনেক সময় আত্মহত্যা পর্যন্ত করতে পারে। সেই কারণে পরিবারের লোকেদের সর্বদা সজাগ থেকে তার দেখভাল ও কাউন্সেলিং করতে হবে।
Harashit Singha