গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মালদহের কালিয়াচর থানার পুলিশ হানা দেয় পুরাতন ১৬ মাইল এলাকায়। সেখানে একটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ হঠাৎ বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করায় প্রথমে হতবাক হয়ে পরিবারের লোকেরা। তবে দীর্ঘক্ষণ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট। ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাহিবার রহমান(৪৯)। বাড়ি কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায়।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৪৬০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। যা নেশার জন্য ব্যবহৃত হয়।
advertisement
আরও পড়ুন: শান্তনুর ফোনেই সব রহস্য, এবার বড় কিছু ঘটবে! শুভেন্দুর দাবিতে পাল্টা 'আপনি কোথায় থাকবেন'?
আরও পড়ুন: কলকাতার ৩ ক্যাফেতে ঘটেছে সেই বৈঠক, শান্তনুর সঙ্গে কোন নেতার? জেনে গেল ইডি
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলি বাংলাদেশ পাচার করা হত বলে প্রাথমিক অনুমান পুলিশের। একসময় রমরমিয়ে ইয়াবার ট্যাবলেট চোরাকারবারীরা বাংলাদেশ পাচার করত। মাঝে বেশ কিছুদিন ধরে কালিয়াচকে বন্ধ ছিল ইয়াবা ট্যাবলেটের পাচার। আবার পাচার চক্র সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে পাচারকারীকে গ্রেফতার করায় বড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। এবং এই পাচার চক্রের সঙ্গে কে কে জড়িত আছে, তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। মাদক পাচার ধারায় মামলা রুজু করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বুধবার মালদহ জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ।
হরষিত সিংহ