Suvendu Adhikari: শান্তনুর ফোনেই সব রহস্য, এবার বড় কিছু ঘটবে! শুভেন্দুর দাবিতে পাল্টা 'আপনি কোথায় থাকবেন'?
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: শহিদ স্মরণ সভাতেও শুভেন্দুর অস্ত্র নিয়োগ দুর্নীতি। শান্তনুর ফোন নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নন্দীগ্রাম: বিজেপির নন্দীগ্রাম দিবস। এই মঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতিকে অস্ত্র করে শুভেন্দু অধিকারীর সুর সপ্তমে। পালটা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 'শহিদ বেদীকে সামনে রেখে বলে গেলাম। সিপিএমকে সাফ করেছি। পিসি-ভাইপোকে জেলে ভরব। পরের বছর নন্দীগ্রাম দিবসের সময় তিনি ভিতরে থাকবে'। বিজেপিপন্থী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নন্দীগ্রাম দিবস। মঙ্গলবার, এই মঞ্চে দাঁড়িয়েই সুর চড়ান শুভেন্দু। হাতিয়ার করেন নিয়োগ দুর্নীতি ইসুকে। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু এও বলেন, 'লক্ষণ শেঠদের যা অবস্থা হয়েছে, আপনাদেরও তাই হবে'।
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে সব আছে। দশ বছর আগের চ্যাট বের করবে। পাতালে টাকা রাখলেও বের করে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শান্তনুর সঙ্গে 'তাঁর'র ফেসটাইমেরও তথ্য পাওয়া যাবে'। যা শুনে শহিদ স্মরণ অনুষ্ঠানে নন্দীগ্রামে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা, 'অহংকার মানুষের পতনের কারণ। উনি নিজে কোথায় থাকবেন, সেটা আগে ঠিক করুন।
advertisement
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি ওনার কথায় চলছে। শহিদ স্মরণ নয়, মমতা-অভিষেককে আক্রমণ করাই বিরোধী দলনেতার মূল লক্ষ্য'। শুভেন্দুর সুরে আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,' এক ব্যানার্জীকে বাঁচাতে অন্য ব্যানার্জীকে সামনে আনা হচ্ছে'।
advertisement
আরও পড়ুন: কিন্ডারগার্টেন স্কুলের মাধ্যমে কি সাদা করা হত কালো টাকা! ED-র তলব কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষকে
তৃণমূল নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন,' চাঁদে কলঙ্ক থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কলঙ্ক নেই'। সব মিলিয়ে মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে এ ভাবেই চড়ল পারদ। সৌজন্যে নিয়োগ দুর্নীতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 1:43 PM IST