Suvendu Adhikari: শান্তনুর ফোনেই সব রহস্য, এবার বড় কিছু ঘটবে! শুভেন্দুর দাবিতে পাল্টা 'আপনি কোথায় থাকবেন'?

Last Updated:

Suvendu Adhikari: শহিদ স্মরণ সভাতেও শুভেন্দুর অস্ত্র নিয়োগ দুর্নীতি। শান্তনুর ফোন নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার।

শান্তনুর থেকে মিলবে বড় সূত্র?
শান্তনুর থেকে মিলবে বড় সূত্র?
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নন্দীগ্রাম: বিজেপির নন্দীগ্রাম দিবস। এই মঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতিকে অস্ত্র করে শুভেন্দু অধিকারীর সুর সপ্তমে। পালটা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 'শহিদ বেদীকে সামনে রেখে বলে গেলাম। সিপিএমকে সাফ করেছি। পিসি-ভাইপোকে জেলে ভরব। পরের বছর নন্দীগ্রাম দিবসের সময় তিনি ভিতরে থাকবে'। বিজেপিপন্থী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নন্দীগ্রাম দিবস। মঙ্গলবার, এই মঞ্চে দাঁড়িয়েই সুর চড়ান শুভেন্দু। হাতিয়ার করেন নিয়োগ দুর্নীতি ইসুকে। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু এও বলেন, 'লক্ষণ শেঠদের যা অবস্থা হয়েছে, আপনাদেরও তাই হবে'।
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে সব আছে। দশ বছর আগের চ্যাট বের করবে। পাতালে টাকা রাখলেও বের করে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শান্তনুর সঙ্গে 'তাঁর'র ফেসটাইমেরও তথ্য পাওয়া যাবে'। যা শুনে শহিদ স্মরণ অনুষ্ঠানে নন্দীগ্রামে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা, 'অহংকার মানুষের পতনের কারণ। উনি নিজে কোথায় থাকবেন, সেটা আগে ঠিক করুন।
advertisement
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি ওনার কথায় চলছে। শহিদ স্মরণ নয়, মমতা-অভিষেককে আক্রমণ করাই বিরোধী দলনেতার মূল লক্ষ্য'। শুভেন্দুর সুরে আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,' এক ব্যানার্জীকে বাঁচাতে অন্য ব্যানার্জীকে সামনে আনা হচ্ছে'।
advertisement
তৃণমূল নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন,' চাঁদে কলঙ্ক থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কলঙ্ক নেই'। সব মিলিয়ে মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে এ ভাবেই চড়ল পারদ। সৌজন্যে নিয়োগ দুর্নীতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: শান্তনুর ফোনেই সব রহস্য, এবার বড় কিছু ঘটবে! শুভেন্দুর দাবিতে পাল্টা 'আপনি কোথায় থাকবেন'?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement