হোম /খবর /কলকাতা /
বাতিল চাকরি ফেরানোর 'অনুরোধে' আপত্তি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে বিকাশ

Mamata Banerjee: বাতিল চাকরি ফেরানোর 'অনুরোধে' আদালত অবমাননার অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ বিকাশের

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

যে বিচারপতির ডিভিশন বেঞ্চে চাকরি সংক্রান্ত মামলাগুলি বিচারাধীন, তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসলে বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা বলেই অভিযোগ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের৷

  • Share this:

কলকাতা: চাকির হারাদের ফের আইনি পথে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য গতকালই প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের বিরুদ্ধেই আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷

গতকাল আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে গিয়ে কারও চাকরি বাতিল না করার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের একাংশেই আপত্তি জানিয়ে এ দিন কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বিচারপতি টি এস শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ এই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামিকালের মধ্যে হলফনামা দাখিল করার পরামর্শ দেন বিচারপতি।

আরও পড়ুন: সিবিআই দফতরে এবার 'কালীঘাটের কাকু'! ছাপোষা সুজয়ের আড়ালে আরও বড় মাথা? জানতে চান গোয়েন্দারা

গতকাল মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, তখন মঞ্চ উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার৷ ঘটনাচক্রে, শিক্ষা সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায় অখুশি হলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন মামলাকারীরা। গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম- দশম সব মামলা বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চেই বিচারাধীন।

সেই বিচারপতিকে উদ্দেশ্য করেই গতকাল মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'প্রধান বিচারপতি এখানে নেই৷ আমি সুব্রতদাকে বলব,যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।'

যে বিচারপতির ডিভিশন বেঞ্চে চাকরি সংক্রান্ত মামলাগুলি বিচারাধীন, তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসলে বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা বলেই অভিযোগ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের৷ তাই মূলত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে আপত্তি জানিয়েই আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে৷ এ ছাড়াও চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর বাকি অংশ নিয়েও আপত্তি জানানো হয়েছে৷

গতকাল আলিপুর বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'অন্যায় করলে আমার গালে দুটো চড় মারলে কিছু মনে করব না। জেনেশুনে কোনওদিন কোনও অন্যায় করিনি৷ ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তোমরা কেন খাচ্ছ? এখন রোজ কথায় কথায় তিন, চার হাজার চাকরি বাদ যাচ্ছে৷ সবাই তো তৃণমূল, সরকারের ক্যাডার নয়৷'

আরও পড়ুন: 'কথা দিচ্ছি পয়সা নেব না', আদালতে গিয়ে আইনজীবী হিসেবে সওয়াল করতে চান মমতা

এর পরেই যাঁদের চাকরি যাচ্ছে তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী৷ এ প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি রায়ের উদাহরণও দেন তিনি৷ মুখ্যমন্ত্রী দাবি করেন, চাকরি সংক্রান্ত একটি মামলার রায়ে ভুল সংশোধনের পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি, কিন্তু চাকরি বাতিলের নির্দেশ দেননি৷

মুখ্যমন্ত্রী বলেন, 'সবাই তো তৃণমূল, সরকারের ক্যাডার নয়৷ কালকেও দু' জন সুইসাইড করেছে৷ যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷ আমার তাদের জন্য কোনও দয়ামায়া নেই৷ কেউ ভুল করে থাকলে তার দায় তাঁরা নেবে কেন? কেউ হয়তো চাকরি করে বিয়ে করেছে, বাবা-মাকে দেখছে৷ হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কী? '

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আইন অনুযায়ী চাকরিটা ফিরিয়ে দিন৷ ভুল করে থাকলে আইন অনুযায়ী সুযোগ দেওয়া হোক৷ দরকার হলে সে আবার পরীক্ষা দিক৷ বা আদালত যেটা বলবে সেই অনুযায়ী আমরা বন্দোবস্ত করব৷ কিন্তু কথায় কথায় চাকরিটা খাবেন না৷ আমাকে, আমার দল, সরকারকে পছন্দ না হতে পারে৷ দু' বেলা গালাগাল দিন, আমাকে মারুন৷ কিন্তু দয়া করে রাজ্যটার বদনাম করে ছাত্র-যৌবনের খাবার অধিকার কেড়ে নেবেন না৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Bikash Ranjan Bhattacharya, Calcutta High Court, Job Scam, Mamata Banerjee