গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেল নাগাদ স্পেশাল টাস্কফোর্স এর একটি দল হানা দেয় সুস্থানি মোড় এলাকায় জাতীয় সড়কের ওপর। সেখানে গাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। কালিয়াচকগামী একটি চারচাকা গাড়িকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। গাড়িচালক সহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন স্পেশাল টাস্কফোর্সের কর্তারা। তাদের কথায় অসঙ্গতি ধড়া পড়লে তল্লাশি চালায় গাড়িটিতে। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর বেআইনি ইয়াবা ট্যাবলেট।গাড়ি চালক সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
advertisement
স্পেশাল টাস্কফোর্স ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট। অভিযুক্ত পাঁচজনের মধ্যে দুইজনের বাড়ি আসামে বরপেটা এলাকায়। বাকি তিন জনের বাড়ি মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়। তদন্তের খাতিরে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার ইয়াবা ট্যাবলেট গুলির চোরা বাজারে আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে স্পেশাল টাস্কফোর্স ও পুলিশ জানতে পেরেছে, পাচারকারীরা ইয়াবা ট্যাবলেটগুলি আসাম থেকে নিয়ে আসছিল। মালদহের কালিয়াচক হয়ে চোরাপথে সেগুলি বাংলাদেশে পাচার করা হতো। বাংলাদেশে পাচারের আগেই স্পেশাল টাস্কফোর্স গোপন সূত্রে বিষয়টি জানতে পারে(Malda News)। অভিযান চালিয়ে ধৃতদের আটক করে তারা। অভিযুক্তদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই পাচার চক্রের সাথে আরো বড় কোন পাচারকারী জড়িত রয়েছে। তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। রবিবার অভিযুক্তদের মালদহ জেলা আদালতে পেশ করা হবে।
Harasit Singha