TRENDING:

Womens Day 2023 Special: পেশায় সিভিক ভলান্টিয়ার, কিন্তু রিমার জীবনের 'নেশা' অন্য! তারিফ করতেই হবে

Last Updated:

Womens Day 2023 Special: মালদহের মানিকচক থানায় কর্মরত মহিলা সিভিক রিমা খাতুন। যখন যে ভাবে পারেন হাত ভরে সাহায্য করতে এগিয়ে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। সামান্য টাকা রোজগার করেও নিয়মিত অনাথ অসহায় শিশুদের পাশে দাঁড়ান মালদহের মানিকচক থানার কর্মরত মহিলা সিভিক রিমা খাতুন। যখন যেভাবে পারেন দু'হাত ভরে সাহায্য করতে এগিয়ে আসেন। মানিকচক থানার এলাকার বিভিন্ন প্রান্তে কখনও অসহায় খুদের পোশাক, আবার কখনও পড়াশোনার সামগ্রী কিনে দেন নিজের উপার্জনের টাকা দিয়ে।
advertisement

নারী দিবসের আগে তাঁকে আরও এক মহৎ কাজ করতে দেখল মানিকচকের বাসিন্দারা। অনাথ ও অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন মালদহের মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ার রিমা খাতুন। মানিকচকের শেখপুরা ও লক্ষ্মীপুর এর মাঝামাঝি এলাকায় অনাথ ও অসহায় শিশুদের পড়াশোনার জন্য একটি আশ্রম রয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ ইমরান সেই অনাথ আশ্রমটি পরিচালনা করেন। শুধুমাত্র অনাথ শিশুরা নয়, এলাকার বহু দুস্থ অসহায় পরিবারের শিশুরা সেখানে থেকে পড়াশোনা করে।

advertisement

আরও পড়ুন: উর্দিধারী ডাক্তার? বাস দুর্ঘটনার পর পুলিশ সুপারের কীর্তিতে হতবাক মালদহবাসী! দেখলে চমকে যাবেন

সেখানে প্রায় ৮০ জন খুদে শিশু পড়াশোনা করে। তাদের মধ্যে প্রায় ১০ জন অনাথ ও বাকিরা অসহায় ও দরিদ্র পরিবারের। ওই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন অনাথের পাশে খাদ্য ও বস্ত্র সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন সিভিক ভলান্টিয়ার রিমা খাতুন। পাশাপাশি, সমস্ত ছাত্রীদের মুখ মিষ্টি করালেন সকলের। শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শেখ ইমরান রিমা খাতুনকে ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য।

advertisement

View More

আরও পড়ুন: স্ত্রীয়ের ছবি হাতে খুঁজেই চলেছেন স্বামী, ঘরে কেঁদে অসুস্থ ২ দুধের শিশু!

ইমরান বাবু জনগণের কাছে অনুরোধ করেন, এলাকায় এমন অনাথ অসহায় ছাত্রী থাকলে তাঁর শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াবেন খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবেন। আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের আরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার রিমা খাতুন। তাঁর এমন কাজকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Womens Day 2023 Special: পেশায় সিভিক ভলান্টিয়ার, কিন্তু রিমার জীবনের 'নেশা' অন্য! তারিফ করতেই হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল