বৃহস্পতিবার শুরু হল মালদহ জেলা বইমেলা। কলকাতা বইমেলার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হল এই মালদহ জেলা বইমেলা। এই বছর ৩৪ তম বর্ষে পা দিল। এবার সবমিলিয়ে এই বইমেলায় একশোটি বইয়ের দোকান আছে। মালদহ শহরের যুব আবাসন সংলগ্ন মাঠে আয়োজিত হচ্ছে ৩৪ তম মালদহ জেলা বই মেলা ও প্রদর্শনীর। প্রথম দিনে বইপ্রেমীদের ভিড় উপচে পড়ে।
advertisement
আরও পড়ুন: ইউরোপিয়ান সাহেবদের স্মৃতি বিজড়িত হ্যামিলটনগঞ্জ হাটের বেহাল দশা
এই বইমেলায় ভালো বিক্রিবাটার আশায় বুক বেঁধেছেন বিক্রেতারা। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয় মালদহ জেলা বইমেলার। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিবছরই মালদহ বইমেলায় প্রচুর বই বিক্রি হয়। রাজ্যের একাধিক নামিদামি প্রকাশনী সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হন এই মেলায়। শুধু তাই নয়, এখানে ভাল চাহিদা থাকায় একাধিক বিদেশি প্রকাশকও তাঁদের স্টল নিয়ে হাজির থাকেন। বিক্রি থাকায় প্রতিবছর এই মেলায় আসার চাহিদা বাড়ছে বিভিন্ন প্রকাশনীর। গত বছর পর্যন্ত এই মেলায় ব্যাপক বইয়ের বিক্রি হয়েছে। এবছর সমস্ত কিছু স্বাভাবিক আছে।
এবারের বইমেলায় বড় করে আয়োজন করা হয়েছে বই প্রদর্শনীর। তাই এই বছর আরও বেশি বই বিক্রির সম্ভাবনা আছে বলে মনে করছেন মেলায় আসা বই বিক্রেতারা। তবে সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। এখন অনেকেই অনলাইন কেনাকাটায় নির্ভরশীল হয়ে পড়েছে। সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও মেলায় গিয়ে বই কেনার হিড়িক কমছে বলে দাবি বিক্রেতাদের একাংশের।
যদিও বিক্রেতাদের একাংশ জানিয়েছেন, অনলাইনে যে বই পাওয়া যায় তার বিশ্বাসযোগ্যতা কম। তাই মানুষ বইমেলায় এসেই তাদের কাছ থেকে বই কিনবেন বলে তাঁরা আশাবাদী। সবমিলিয়ে অন্যান্য বছর মত এই বছরও মালদহ বইমেলা বেশ জমজমাট হবে বলে আশাবাদী সকলে।
হরষিত সিংহ