TRENDING:

Book Fair: রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বইমেলা শুরু হল মালদহে

Last Updated:

কলকাতার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বইমেলার আসর বসে মালদহে। বৃহস্পতিবার সূচনা হল সেই মালদহ বইমেলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: শতাধিক বইয়ের স্টল। স্থানীয় দোকান থেকে শুরু করে কলকাতার বড় বড় প্রকাশনী সংস্থার স্টলও আছে। দেশের বিভিন্ন প্রান্তের নামিদামি প্রকাশনীর বই তো আছেই, রয়েছে বিদেশি একাধিক প্রকাশনীর স্টল। সেই স্টলে বিদেশের বিখ্যাত সব বই পাওয়া যাচ্ছে। এটাই হল এক ঝলকে মালদহ বইমেলার প্রথম দিনের ছবি।
advertisement

বৃহস্পতিবার শুরু হল মালদহ জেলা বইমেলা। কলকাতা ব‌ইমেলার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হল এই মালদহ জেলা বইমেলা। এই বছর ৩৪ তম বর্ষে পা দিল। এবার সবমিলিয়ে এই ব‌ইমেলায় একশোটি বইয়ের দোকান আছে। মালদহ শহরের যুব আবাসন সংলগ্ন মাঠে আয়োজিত হচ্ছে ৩৪ তম মালদহ জেলা বই মেলা ও প্রদর্শনীর। প্রথম দিনে বইপ্রেমীদের ভিড় উপচে পড়ে।

advertisement

আরও পড়ুন: ইউরোপিয়ান সাহেবদের স্মৃতি বিজড়িত হ্যামিলটনগঞ্জ হাটের বেহাল দশা

এই বইমেলায় ভালো বিক্রিবাটার আশায় বুক বেঁধেছেন বিক্রেতারা। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয় মালদহ জেলা বইমেলার। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিবছরই মালদহ বইমেলায় প্রচুর বই বিক্রি হয়। রাজ্যের একাধিক নামিদামি প্রকাশনী সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হন এই মেলায়। শুধু তাই নয়, এখানে ভাল চাহিদা থাকায় একাধিক বিদেশি প্রকাশক‌ও তাঁদের স্টল নিয়ে হাজির থাকেন। বিক্রি থাকায় প্রতিবছর এই মেলায় আসার চাহিদা বাড়ছে বিভিন্ন প্রকাশনীর। গত বছর পর্যন্ত এই মেলায় ব্যাপক বইয়ের বিক্রি হয়েছে। এবছর সমস্ত কিছু স্বাভাবিক আছে।

advertisement

এবারের ব‌ইমেলায় বড় করে আয়োজন করা হয়েছে ব‌ই প্রদর্শনীর। তাই এই বছর আরও বেশি বই বিক্রির সম্ভাবনা আছে বলে মনে করছেন মেলায় আসা বই বিক্রেতারা। তবে সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। এখন অনেকেই অনলাইন কেনাকাটায় নির্ভরশীল হয়ে পড়েছে। সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও মেলায় গিয়ে বই কেনার হিড়িক কমছে বলে দাবি বিক্রেতাদের একাংশের।

advertisement

যদি‌ও বিক্রেতাদের একাংশ জানিয়েছেন, অনলাইনে যে বই পাওয়া যায় তার বিশ্বাসযোগ্যতা কম। তাই মানুষ বইমেলায় এসেই তাদের কাছ থেকে বই কিনবেন বলে তাঁরা আশাবাদী। সবমিলিয়ে অন্যান্য বছর মত এই বছরও মালদহ বইমেলা বেশ জমজমাট হবে বলে আশাবাদী সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Book Fair: রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বইমেলা শুরু হল মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল