জমে উঠেছে ভোটের লড়াই। সকলের দৃষ্টি কেড়েছে মালদহের গাজোল -১ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বুথ। এই বুথে বোমকা গ্রামের দুই জা পঞ্চায়েতে লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই ঘটনা নিস্তরঙ্গ গ্রামে যথেষ্ট আলোড়ন তুলে দিয়েছে। এই বুথে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন শীলা মণ্ডল। অপরদিকে, বহু জন সমাজ পার্টির হয়ে লড়াইয়ে রয়েছেন জয়শ্রী মণ্ডল। তবে ভোটের ময়দানে লড়াই হলেও পরিবারে তার লেশমাত্র নেই বলে জানিয়েছেন দুই গৃহবধূ। দুজনেরই লক্ষ্য ভোটে জিতে গ্রামের উন্নয়ন।
advertisement
একজন দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে অপরজন দাঁড়িয়েছেন বহুজন সমাজ পার্টি থেকে। দুই জা বাড়ির কাজ সামলে ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। তৃণমূল প্রার্থী শীলা মণ্ডল বলেন, ‘‘আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমার জা বহুজন সমাজ পার্টির প্রার্থী। আমরা ভোটে লড়াই করলেও বাড়িতে এক। গ্রামের বাসিন্দারা চেয়েছেন তাই দুই জনে ভোটে দাঁড়িয়েছি। আমরা কোনও রাজনীতি করি না। গ্রামের উন্নয়নের স্বার্থে লড়াই করছি।’’
এই বক্তব্য নিয়ে গ্রামের মানুষের দরজায় দরজায় যাচ্ছেন তাঁরা। তবে ভোটের ফলাফল যাই হোক না কেন বর্তমানে তাদের যে সম্পর্ক রয়েছে, আগামী দিনে সেই সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন তাঁরা। বহুজন সমাজ পার্টির প্রার্থী জয়শ্রী মণ্ডল বলেন, ‘‘আমরা ভোটে লড়াই করছি গ্রামের উন্নয়নের জন্য। দুই জনের মধ্যে যেই জিতি না কেন গ্রামের উন্নয়ন করব। আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা অটুট থাকবে। এমনি দুই জনেই মধ্যে যেই জয়লাভ করুক লক্ষ একটাই গ্রামের উন্নয়ন। কারণ এতদিনেও গ্রামে কোনও কাজ হয়নি। রাস্তা থেকে পানীয় জল সহ নানান সমস্যা রয়েছে। তাই গ্রামের উন্নয়নের স্বার্থে দুই জা এবার ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায়।’’
হরষিত সিংহ