TRENDING:

Panchayat Vote 2023: হেঁশেল ঠেলে দু’জনেই, কিন্তু পঞ্চায়েত চালাবে কে? ভোটের লড়াইয়ে দুই জা

Last Updated:

লক্ষ গ্রামের উন্নয়ন। তাই এবার ভোটের লড়াইয়ে দুই জা। কোনো দিন রাজনীতি করেননি কেউ।‌ এক সঙ্গে সংসার সামলেছেন। তবে এবার দুই জনে ভোটের লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: দু’জনেরই লক্ষ গ্রামের উন্নয়ন। সেই উদ্দেশেই এবার ভোটের ময়দানে মুখোমুখি দুই জা। দু’জনের কেউই কোন‌ও দিন রাজনীতি করেননি।‌ এক সঙ্গে, পাশাপাশি থেকে সংসার সামলেছেন। তবে ভোটের লড়াইয়ে সেই তাঁরাই এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। একই বাড়ি থেকে চলছে দুই রাজনৈতিক দলের নির্বাচনী কাজ।
advertisement

জমে উঠেছে ভোটের লড়াই। সকলের দৃষ্টি কেড়েছে মালদহের গাজোল -১ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বুথ। এই বুথে বোমকা গ্রামের দুই জা পঞ্চায়েতে লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই ঘটনা নিস্তরঙ্গ গ্রামে যথেষ্ট আলোড়ন তুলে দিয়েছে। এই বুথে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন শীলা মণ্ডল। অপরদিকে, বহু জন সমাজ পার্টির হয়ে লড়াইয়ে রয়েছেন জয়শ্রী মণ্ডল। তবে ভোটের ময়দানে লড়াই হলেও পরিবারে তার লেশমাত্র নেই বলে জানিয়েছেন দুই গৃহবধূ। দুজনেরই লক্ষ্য ভোটে জিতে গ্রামের উন্নয়ন।

advertisement

আরও পড়ুন: তৃণমূলের জন্য তৈরি ‘অ্যান্টিবায়োটিক দাওয়াই’! পঞ্চায়েত নিয়ে বেনজির হুঁশিয়ারি শুভেন্দুর

View More

একজন দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে অপরজন দাঁড়িয়েছেন বহুজন সমাজ পার্টি থেকে। দুই জা বাড়ির কাজ সামলে ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। তৃণমূল প্রার্থী শীলা মণ্ডল বলেন, ‘‘আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমার জা বহুজন সমাজ পার্টির প্রার্থী। আমরা ভোটে লড়াই করলেও বাড়িতে এক। গ্রামের বাসিন্দারা চেয়েছেন তাই দুই জনে ভোটে দাঁড়িয়েছি। আমরা কোনও রাজনীতি করি না। গ্রামের উন্নয়নের স্বার্থে লড়াই করছি।’’

advertisement

আরও পড়ুন: ‘অশান্তিতে কতজন বলি?’, রাজ-সাক্ষাতে রাজীবের সামনে প্রশ্নের ঝড়! মিলল নিরপেক্ষ থাকার পরামর্শও

এই বক্তব্য নিয়ে গ্রামের মানুষের দরজায় দরজায় যাচ্ছেন তাঁরা। তবে ভোটের ফলাফল যাই হোক না কেন বর্তমানে তাদের যে সম্পর্ক রয়েছে, আগামী দিনে সেই সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন তাঁরা। বহুজন সমাজ পার্টির প্রার্থী জয়শ্রী মণ্ডল বলেন, ‘‘আমরা ভোটে লড়াই করছি গ্রামের উন্নয়নের জন্য। দুই জনের মধ্যে যেই জিতি না কেন গ্রামের উন্নয়ন করব। আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা অটুট থাকবে। এমনি দুই জনেই মধ্যে যেই জয়লাভ করুক লক্ষ একটাই গ্রামের উন্নয়ন। কারণ এতদিনেও গ্রামে কোনও কাজ হয়নি। রাস্তা থেকে পানীয় জল সহ নানান সমস্যা রয়েছে। তাই গ্রামের উন্নয়নের স্বার্থে দুই জা এবার ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায়।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Panchayat Vote 2023: হেঁশেল ঠেলে দু’জনেই, কিন্তু পঞ্চায়েত চালাবে কে? ভোটের লড়াইয়ে দুই জা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল