এতদিনেও পুরসভা আমাদের এলাকায় রাস্তা তৈরি করেনি। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি আমরা।চলতি বছরে মালদহের ইংরেজবাজার পুরসভা ২৮ কোটি টাকা পুর কর আদায় করেছে। মুখ্যমন্ত্রী মালদহে প্রশাসনিক বৈঠকে আসলে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী দাবি করেছিলেন।কিন্তু তারপরেও এই পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এখনও রাস্তা তৈরি হয়নি। দীর্ঘদিন ধরেই মূল ইংরেজবাজার শহর থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই এলাকা। নেই কোন নিকাশি ব্যবস্থা । রাস্তা তৈরি হয়নি এলাকায়। বারবার পুরসভার কাছে এই এলাকার বাসিন্দারা আবেদন নিবেদন করেছেন।
advertisement
আরও পড়ুন: বিদেশি পাখি থেকে হরিণ! পুজোর মুখে নতুন চমক, ঘুরে আসুন আদিনা ফরেস্টে
কিন্তু কোন লাভ না হওয়ায় স্থানীয় বাসিন্দা, স্থানীয় পুজো কমিটি গুলি এবং বেশ কিছু সমাজসেবী মানুষ নিজেদের উদ্যোগে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে, নিজেরাই রাস্তা তৈরি শুরু করল। মঙ্গলবার কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে রাস্তা তৈরির কাজ শুরু করল।এই বিষয়ে তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা বলেন, এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন। সে ক্ষেত্রে এলাকার উন্নয়ন করা দরকার সেই ক্ষেত্রে তিনি বদ্ধপরিকর l আজকে প্রায় ৩২ বছর ধরে এই ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বেহাল একেবারেই নেইl তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরবাসিন্দাদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।তিনি বলেন এমন উদ্যোগে পুরসভার টাকা বাঁচবে,এলাকার উন্নয়ন হবে।
হরষিত সিংহ