এমন ভিডিও ভাইরাল হতেই অনেকেই সতর্ক হতে শুরু করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একটি জায়গায় ঘুমিয়ে রয়েছেন একজন। একজন যুবক সেখানে গিয়ে কিছুক্ষন দাঁড়িয়ে থাকে। তারপর সেখান থেকে চলে যান।
তারপরেই ওই রেল যাত্রী ঘুম থেকে উঠে দেখেন তার মোবাইল নেই। ঘটনায় সঙ্গে সঙ্গে ওই রেল যাত্রী স্টেশনে কর্তব্যরত রেল পুলিশকে জানান। অভিযোগ পেয়ে রেল পুলিশের কর্মীরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে। সেখানেই সমস্ত কিছু ধরা পড়ে।
advertisement
আরও পড়ুন: পিছোবে পঞ্চায়েত ভোট? বাড়তি সময়ের পক্ষে হাইকোর্ট, পাল্টা প্রস্তাব দিল কমিশন
সেই সিসিটিভি ফুটেজ দেখেই রেল পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে।তার হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইল। জানা গিয়েছে, ওই মোবাইল ফোনের দাম ২২ হাজার টাকা। রেল পুলিশ এত দ্রুত মোবাইল উদ্ধার করে দেওয়ায় খুশি ওই রেল যাত্রী। রেল পুলিশ কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
হরষিত সিংহ