TRENDING:

Malda News: স্বর্ণমন্দিরকে রক্ষা করা CRPF জ‌ওয়ান কর্মজীবন শেষে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা

Last Updated:

চাকরি জীবনের পাঁচ বছরের মাথায় স্বর্ণ মন্দিরকে রক্ষা করতে বিনাল চন্দ্র রায় সন্ত্রাসবাদীদের সঙ্গে টানা ২৮ দিন লড়াই করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: দেশ রক্ষার শপথ নিয়ে গায়ে চড়িয়েছিলেন খাকি উর্দি। কর্মজীবনে বহু বিপদ এসেছে, কিন্তু কখনও মাথা নত করেননি। পঞ্জাবের স্বর্ণ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার সময়‌ও বুক চিতিয়ে লড়াই করেছিলেন সিআরপিএফের সুবেদার বিনাল চন্দ্র রায়। সেই তিনি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর ঘরে ফিরে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা। ফুলের মালা পরিয়ে তাকে ঘোরানো হল গোটা এলাকা। তাঁর এই সংবর্ধনা উপলক্ষে গাজোলে বের হয় শোভাযাত্রা।
advertisement

মালদহের গাজোলের বিনাল চন্দ্র রায় ৪০ বছর সিআরপিএফে দেশ রক্ষার দায়িত্ব পালন করে সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসরের পর বাড়ি ফিরতেই আদিবাসী নৃত্যের মাধ্যমে তাঁকে স্বাগত জানায় গাজোলের মানুষ। বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফুলের মালা পরিয়ে বিনাল চন্দ্র রায়কে গাজোলের বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। অবসরপ্রাপ্ত সৈনিক তথা নির্মল যোগ সংঘের গুরু নির্মল কুমার সাহা বিনালবাবুকে সংবর্ধিত করেন।

advertisement

আরও পড়ুন: মালগাঁও যেন স্বপ্নপুরী! বাংলার এই গ্রামের কার্পেট-গালিচায় সেজে উঠছে আরব শেখদের বাড়ি

এলাকার মানুষের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে দৃশ্যতই আপ্লুত বিনাল চন্দ্র রায়। তিনি বলেন, আমার কর্মরত জীবন শুরু হয়েছিল ৩০ মে ১৯৯৩ সালে। দেশের জন্য ৪০ বছর ধরে সেবা করে এবার অবসর নিয়েছি। এতদিনের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে প্রথমে মনটা একটু খারাপ হয়েছিল। তবে বাড়ি ফিরে সকলের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে মনটা ভরে গিয়েছে। তিনি জানান, কর্মজীবনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন পঞ্জাবের স্বর্ণমন্দিরে ডিউটি দেওয়ার সময়। চাকরি জীবনের পাঁচ বছরের মাথায় স্বর্ণ মন্দিরকে রক্ষা করতে সন্ত্রাসবাদীদের সঙ্গে টানা ২৮ দিন লড়াই করেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: স্বর্ণমন্দিরকে রক্ষা করা CRPF জ‌ওয়ান কর্মজীবন শেষে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল