শুধু তাই নয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও বৃক্ষ ছেদন সম্পর্কে খুদে স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার স্কুল প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ ও বৃক্ষ বন্ধন কর্মসূচি পালন করা হয়। স্কুল ক্যাম্পাসের বিভিন্ন গাছে রাখি বাঁধে পড়ুয়ারা। এদিন পড়ুয়ারা নিজেদের বাড়ি থেকে বিভিন্ন গাছের চারা নিয়ে এসে স্কুল প্রাঙ্গণে রোপন করে।
advertisement
আরও পড়ুনঃ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস
এই কর্মসূচির মধ্যে দিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের। শুধু তাই নয় পরিবেশ,স্কুল ও নিজেদের ক্লাসরুম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ বাক্য পাঠ করানো হয় এদিন পড়ুয়াদের। ৭৫ বছর স্বাধীনতা উপলক্ষে ও রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে মালদহের বাল্য গার্লস হাই স্কুল এবার বৃক্ষবন্ধন কর্মসূচি পালন করছে।
আরও পড়ুনঃ রাখি বন্ধনে অভিনব কর্মসূচী এক কলেজ ছাত্রী ও তাঁর দিদির! জানুন...
স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী স্কুল প্রাঙ্গণে চলবে বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠান। শুক্রবার ছিল প্রথম দিন। বৃক্ষরোপণ বৃক্ষবন্ধন সহ এ দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল কর্তৃপক্ষের মূল লক্ষ্য পড়ুয়াদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
Harashit Singha