সোমবার গভীর রাতে মালদহের বৈষ্ণবনগর থানার কুম্ভিরা এলাকা থেকে খৈয়ম শেখ(৩১) ও আব্দুল বারেক(১৫) নামে এই দু'জনকে ফেনসিডিল পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কুম্ভিরা সংলগ্ন গঙ্গার আলাউদ্দিন মাঝি ঘাটে হানা দেয়। সেখানে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি বাইক আটক করে। বাইকে আরোহীদের কাছে দুটি ব্যাগ ছিল। সেই ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ফেনসিডিল। বাইকটি আটক করে ওই দু'জনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: আর্তের সেবায় পালিত হল জন্মদিন
জানা গিয়েছে ধৃত দু'জনের বাড়ি বৈষ্ণবনগর থানার জয়েনপুর চর সুখপাড়া গ্রামে। পুলিশ ধৃতদের কাছ থেকে প্রায় ২৯২ টি ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। চোরা বাজারে যার আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ টাকা। এই ফেনসিডিল পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
হরষিত সিংহ