Purulia News : আর্তের সেবায় পালিত হল জন্মদিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সোমবার ছিল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৩ তম জন্মদিন। দুঃস্থ মানুষ ও রোগীদের সেবার মধ্যে দিয়েই দিনটি পালন করল ওষুধ ব্যবসায়ীদের এই সংগঠন
#পুরুলিয়া: শরীরের যে কোনও রোগ নিরাময়ের জন্য চিকিৎসকদের পাশাপাশি ওষুধের ভূমিকা অপরিসীম। এই ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করেন একদল মানুষ। তাঁদের বলা হয় ওষুধ ব্যবসায়ী। সেই ওষুধ ব্যবসায়ীদের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে থাকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তাদেরই ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় গত সোমবার।
ওষুধ ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে তার জন্য বেশ কিছু নিয়ম-নীতি ধার্য করে থাকে এই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সোমবার ছিল বেঙ্গল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। ওইদিন পুরুলিয়ার দেবেন মাহাত মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে এই সংগঠনের জন্মদিন বা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে সংস্থার তরফ থেকে হাসপাতালের রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। এর পাশাপাশি সোমবার সন্ধেয় পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। এছাড়াও আগামী দিনে তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করার কথাও জানিয়েছেন।
advertisement
advertisement
রোগী ও জনগণের স্বার্থে সদা সর্বদা অগ্রণীর ভূমিকা পালন করে থাকে এই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। ওষুধ দোকানদারদের যাবতীয় সুবিধা-অসুবিধা তারা দেখভাল করে। সেই সংস্থার জন্মদিন কার্যত আর্ত মানুষের সেবার মধ্য দিয়েই পালিত হল।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 7:58 PM IST