মালদহের কোতোয়ালি বাজারের যথেষ্ট নাম আছে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার মোবাইল চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায় ক্রেতাদের মধ্যে। তাঁরা সতর্কও হয়ে যান। এরই মধ্যে শনিবার সকালে আবারও কোতোয়ালি বাজারে মোবাইল চুরির চেষ্টা হয়। বাজারে আসা এক ক্রেতার পকেট থেকে মোবাইল বার করার সময় হাতেনাতে দুই কিশোরকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে ছুটে আসে বাজারে আসা বাকি লোকজন ও বিক্রেতারা। গত কয়েকদিনের মোবাইল চুরির যাবতীয় আক্রোশ গিয়ে পড়ে ওই দুই কিশোরের উপর। শুরু হয় গণধোলাই। কয়েকজন ক্রেতা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি।
advertisement
আরও পড়ুন: বাসের ব্রেকও ধরে না! এই রাস্তা যেন মরণ পথ
দীর্ঘক্ষণের মার ধরে ওই দুই কিশোরের মাথা ফেটে যায়, মুখ দিয়ে গল গল করে বেরোতে থাকে রক্ত। পরিস্থিতি দেখে উপস্থিতদের মধ্যেই কয়েকজন ইংরেজবাজার থানায় ফোন করে খবর দেয়। দ্রুত ছুটে আসে পুলিশ। জখম অবস্থায় ওই দুই কিশোরকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশই তাদের চিকিৎসার ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জখম দুই কিশোরের বাড়ি ঝাড়খণ্ডে। স্থানীয়দের অনুমান, এই দুই কিশোরই গত কয়েক দিন ধরে কোতোয়ালি বাজারে মোবাইল চুরি করছিল। যদিও গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় সাধারণ মানুষ যেভাবে আবারও আইন নিজের হাতে তুলে নিয়ে দুই কিশোরের উপর নির্মম প্রহার করেছে তা প্রশাসনকে চিন্তায় ফেলতে বাধ্য।
হরষিত সিংহ