TRENDING:

Malda News: ইংরেজবাজারের দুটি এলাকা থেকে জোড়া দেহ উদ্ধার! চাঞ্চল্য

Last Updated:

হাই ড্রেনে ভেসে আসছে যুবককের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহ শহরের আইটিআই মোড় সংলগ্ন এলাকায়। দেহটি হাই ড্রেনে আটকে পড়লে স্থানীয়দের নজরে আসে। দেহটি দেখতে এদিন প্রচুর মানুষ ভিড় করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : হাই ড্রেনে ভেসে আসছে যুবককের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহ শহরের আইটিআই মোড় সংলগ্ন এলাকায়। দেহটি হাই ড্রেনে আটকে পড়লে স্থানীয়দের নজরে আসে। দেহটি দেখতে এদিন প্রচুর মানুষ ভিড় করেন। তবে মৃতদেহ এখনো চিহ্নিত করা যায়নি। স্থানীয় বাসিন্দারা ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে প্রায় ৩৬ ঘন্টা নিখোঁজ থাকার পর পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদহে।
advertisement

শনিবার সকালে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি সারদা কলোনী এলাকায় একটি পুকুরে দেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা মৃত দেহটি চিহ্নিত করে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিপেন ঘোষ। বাড়ি ওই এলাকাতেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করে মালদহ থানার পুলিশ। ময়নতন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

advertisement

আরও পড়ুনঃ জমে উঠেছে মালদহের আতশবাজি বাজার, ভালো ব্যবসার আশায় ব্যবসায়ীরা

তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা এখনো জানা যায়নি। পরিবার ও স্থানীয়দের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে‌। তবে ঘটনার তদন্ত নেমেছে মালদহ থানার পুলিশ।শনিবার ইংরেজবাজার ও মালদহ ও থানায় এলাকায় দুটি দেহ উদ্ধারের ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। যদিও ইংরেজবাজার শহরের আইটিআই মোড় থেকে উদ্ধার হওয়া দেহটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তার নিয়ম রহস্য রয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ইংরেজবাজারের দুটি এলাকা থেকে জোড়া দেহ উদ্ধার! চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল