শনিবার সকালে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি সারদা কলোনী এলাকায় একটি পুকুরে দেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা মৃত দেহটি চিহ্নিত করে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিপেন ঘোষ। বাড়ি ওই এলাকাতেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করে মালদহ থানার পুলিশ। ময়নতন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ জমে উঠেছে মালদহের আতশবাজি বাজার, ভালো ব্যবসার আশায় ব্যবসায়ীরা
তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা এখনো জানা যায়নি। পরিবার ও স্থানীয়দের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে। তবে ঘটনার তদন্ত নেমেছে মালদহ থানার পুলিশ।শনিবার ইংরেজবাজার ও মালদহ ও থানায় এলাকায় দুটি দেহ উদ্ধারের ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। যদিও ইংরেজবাজার শহরের আইটিআই মোড় থেকে উদ্ধার হওয়া দেহটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তার নিয়ম রহস্য রয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Harashit Singha