Malda News: জমে উঠেছে মালদহের আতশবাজি বাজার, ভালো ব্যবসার আশায় ব্যবসায়ীরা

Last Updated:

প্রথম বছরেই মালদহ বাজি বাজারে ভিড় ক্রেতাদের। মালদহ জেলা প্রশাসন ও মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে চলতি বছর থেকে কালীপুজো ও দীপাবলি উপলক্ষে মালদহ কলেজ মাঠে বাজি বাজারে আয়োজন করা হয়েছে।

+
title=

#মালদহ : প্রথম বছরেই মালদহ বাজি বাজারে ভিড় ক্রেতাদের। মালদহ জেলা প্রশাসন ও মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে চলতি বছর থেকে কালীপুজো ও দীপাবলি উপলক্ষে মালদহ কলেজ মাঠে বাজি বাজারে আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে মালদহ বাজি বাজার। এই বাজিবাজারে খুচরো ও পাইকারি উভয়মূল্যে বিভিন্ন আতশবাজি বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তের গ্রামীণ এলাকার ব্যবসায়ীরা এই বাজার থেকেই পাইকারি মূল্যে আতশবাজি কিনে নিয়ে যাচ্ছেন।
অপরদিকে মালদহ ও পুরাতন মালদহ শহরের সাধারণ ক্রেতারাও মালদহ কলেজ মাঠে বাজি কেনার সুযোগ পাচ্ছে।  জেলা প্রশাসনের উদ্যোগে বাজি বাজার বসানোই একদিকে যেমন ব্যবসায়ীদের সুবিধা হয়েছে অপরদিকে ক্রেতারাও এক জায়গায় বিভিন্ন দোকান ঘুরে নিজেদের পছন্দমতো বাজি কিনতে পারছেন। এতদিন মালদহ শহরের বিভিন্ন বাজার ঘুরে ঘুরে বাজি কিনতে হতো।
আরও পড়ুনঃ ইংরেজবাজারের দুটি এলাকা থেকে জোড়া দেহ উদ্ধার! চাঞ্চল্য
অপরদিকে আলাদাভাবে বাজি বাজার বসায় প্রশাসনের তরফ থেকেও নজরদারি চালাতে অনেকটাই সুবিধা হয়েছে। শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরায় এখানে দোকান করার সুযোগ পেয়েছেন। প্রথম বছর বাজি বাজার বাসায় দূর দূরান্তের ক্রেতাদের কিছুটা সমস্যা হচ্ছে এমনটাই দাবি ব্যবসায়ীদের একাংশের। অনেকেই জানেন না প্রশাসনের উদ্যোগে আলাদা বাজি বাজার করা হয়েছে। তবে নিয়মিত এই বাজার বসলে সাধারণ মানুষের মধ্যে প্রচার হয়ে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
advertisement
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জমে উঠেছে মালদহের আতশবাজি বাজার, ভালো ব্যবসার আশায় ব্যবসায়ীরা
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement