আরও পড়ুনঃ পদ্মের শিকড় বিক্রি করেই হবে প্রচুর লাভ, পুজোর আগে অর্থ উপার্জনের নয়া দিশা
এছাড়াও পূর্ব রেলের সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া সাতটি (৭)টি অন্যান্য ট্রেনগুলিও নিম্নরূপ বাতিল থাকবে: ১৭০০৭ সেকেন্দ্রাবাদ – দারভাঙ্গা এক্সপ্রেস। ২৮১৮২ কাটিহার – টাটানগর এক্সপ্রেস। ২২৫১১ লোকমান্য তিলক (টি)- কামাখ্যা এক্সপ্রেস।১৫৬৬২ কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস। ১৫০২৮ গোরখপুর – হাতিয়া মৌর্য এক্সপ্রেস। ১৩২৮৮ রাজেন্দ্র নগর (টি)- দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস। ০৭০৫২ রাক্সৌল – সেকেন্দ্রাবাদ স্পেশাল।একদিনের জন্য এই সমস্ত ট্রেন গুলি বাতিল করেছে রেল।
advertisement
বৃহস্পতিবার থেকে আবারও ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। বাতিল ট্রেনগুলি নির্ধারিত সময়ে ছাড়বে। একদিনের জন্যই সম্পূর্ণভাবে বাতিল ট্রেনগুলি। যাত্রীদের সুবিধার জন্য রেলের পক্ষ থেকে অগ্রিম বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেন বাতিলের তালিকা দেওয়া হয়েছে।
হরষিত সিংহ