Agriculture News: পদ্মের শিকড় বিক্রি করেই হবে প্রচুর লাভ, পুজোর আগে অর্থ উপার্জনের নয়া দিশা

Last Updated:

Agriculture News: পদ্ম ফুলের চারা বিক্রি করেই আত্মনির্ভরের পথ খুঁজে পেয়েছেন জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় সুন্দরপাড়ার বাসিন্দা, পেশায় গৃহ শিক্ষক মিঠুন মন্ডল।

+
পদ্ম

পদ্ম

জলপাইগুড়ি: পদ্ম ফুলের চারা বিক্রি করেই আত্মনির্ভরের পথ খুঁজে পেয়েছেন জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় সুন্দরপাড়ার বাসিন্দা, পেশায় গৃহ শিক্ষক মিঠুন মন্ডল। এইভাবে তিনি শুধুই যে নিজে স্বাবলম্বী হচ্ছে তা নয়, অর্থ উপার্জনের নয়া দিশা দেখিয়েছেন তিনি।
মিঠুন বাবুর বাড়িতে ঢুকলেই দেখা যায় চারপাশে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের, বিভিন্ন প্রজাতির পদ্মফুল। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখেই পদ্মফুল চাষ করার প্রতি ইচ্ছে জাগে মিঠুনের। শুরুটা করেছিল শখ করে, এখন তাঁর পদ্ম বাগানে রয়েছে রেড স্পিয়নী, ইয়োলো স্পিয়নী, হোয়াইট স্পিয়নী, চাইনিজ রেড সাংহাই, আমেরিকান ক্যামেলিয়া-সহ বিশ্বের মোট ১৩ প্রজাতির পদ্মফুল। তিনি এত প্রজাতির পদ্মফুলের গাছের শিকড় কেরল, উড়িষ্যা এবং কলকাতা থেকে সংগ্রহ করেছেন। তবে, শুরুটা শখের বশে হলেও বর্তমানে যেহেতু পদ্ম ফুলের চাহিদা বাড়ছে, সেই জন্য গাছের শিকড় গুলি বিক্রির জন্য আরও বেশি করে চাষ করছেন। পদ্ম ফুলের শিকড় বিক্রি করেই অর্থ উপার্জনের পথ খুঁজে পেয়েছেন এই গৃহ শিক্ষক।
advertisement
advertisement
জলপাইগুড়ি জেলা তো বটেই, জেলার বাইরে বিভিন্ন জায়গা থেকে ফুলপ্রেমীরা তাঁর সঙ্গে যোগাযোগও করছেন এই বিষয়ে। তাঁর তৈরি শখের এই ফুলবাগান দেখতে মাঝে মধ্যেই তাঁর বাড়িতে ভিড় জমান প্রচুর মানুষ। আসন্ন দুর্গা পুজো এবং কোজাগরী লক্ষ্মী পুজোতে এই পদ্ম ফুলের অনেকটাই চাহিদা থাকবে বলে আশাবাদী তিনি। পদ্মফুল চাষি মিঠুন মন্ডল জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়াতে পদ্মফুল দেখি সেখান থেকে আমার ইচ্ছে হয় বাগান তৈরি করার। সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ করে প্রথমে শখ করে পদ্মফুল চাষ শুরু করি এখন দেখছি এখান থেকে একটা উপার্জনের রাস্তা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওর্ডার দিলে নিমেষেই ফুল প্রেমীরা সংগ্রহ করতে পারবে বিভিন্ন প্রজাতির পদ্ম ফুলের শিকড়।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: পদ্মের শিকড় বিক্রি করেই হবে প্রচুর লাভ, পুজোর আগে অর্থ উপার্জনের নয়া দিশা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement