TRENDING:

Malda News: বিশ্বের সব থেকে দামি আম চাষ হবে এবার মালদহে! শুরু হয়ে গিয়েছে তোড়জোড়

Last Updated:

বিশ্বের সব থেকে দামি আম এবার মালদহে চাষ হতে চলেছে। বিশ্ববাজারে এই আম প্রায় লক্ষাধিক টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ:  বিশ্বের সব থেকে দামি আম এবার মালদহে চাষ হতে চলেছে। বিশ্ববাজারে এই আম প্রায় লক্ষাধিক টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। জাপানের এই লক্ষ টাকা দামের আম মিয়াজুকি এবার পশ্চিমবঙ্গের আমের জেলায় বানিজ্যিক ভাবে চাষ করার উদ্যোগ নিয়েছে কৃষি দফতর।
advertisement

মালদহের ইংরেজবাজার ব্লকে এই আমের বাগান তৈরির পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সুদূর জাপান থেকে নিয়ে আসা হচ্ছে মিয়াজুকি আমের চারাগাছ। আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে পৌঁছাবে লাখ টাকা দামি আমের চারাগাছ।আমের জন্য বিখ্যাত মালদহ । স্বাদে গন্ধে অতুলনীয় মালদহের একাধিক প্রজাতির আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। একশোটি বেশি প্রজাতির আম চাষ হয় মালদহে। তবে লাখ টাকার আম নেই মালদহে।

advertisement

আরও পড়ুন: বর্তমানে কৃষকদের আয়ের নতুন দিশা, আপেল কুল চাষ করে আপনিও হতে পারেন লাখপতি

এবার সেই আশা পূরণ হতে চলেছে জেলার আমচাষীদের। জাপানের লক্ষটাকা দামের মিয়াজকি এবার চাষ শুরু হচ্ছে জেলায়। ইংরেজবাজার ব্লক কৃষি দফতরের আধিকারিক ডক্টর সেফাউর রহমানের উদ্যোগেই মূলত এই প্রচেষ্টা। এক বেসরকারি এজেন্সির মাধ্যমে জাপান থেকে এই গাছের চারা নিয়ে আসা হচ্ছে। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৫০ টি গাছের চারা নিয়ে আসা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: প্রাণী সম্পদ দফতরের নয়া উদ্যোগ, হাঁস মুরগি পালনে বাড়ছে রোজগার

এক একটি গাছের চারার দাম পড়েছে ভারতীয় টাকায় প্রায় এক হাজার টাকা। কৃষি দফতরের কর্তারা পরিকল্পনা নিয়েছেন, এই গাছ গুলি থেকে কলম পদ্ধতিতে আগামীতে তারা তৈরি করা হবে। মালদহে বাড়ানো হবে চাষ।মিয়াজকি আম দেখতে অনেকটা ডাইনোসরের ডিমের আকৃতির। এই আমের রং সাধারণ আমের মত নয়, আমের রং বেগুনি। তবে পাকলে লাল রঙের হয়। জানা গিয়েছে, জাপান থেকে এই আম ব্রান্ডেড করে বিশ্ববাজারে বিক্রি করা হয়।

advertisement

ভারতীয় টাকায় প্রায় দুই লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয় এই আম। একটি আমের ওজন সর্বচ্ছ ৩৫০ গ্রাম পর্যন্ত হয়।বর্তমানে শুধু মাত্র জাপান হয়, এই আম এশিয়ার একাধিক দেশে চাষ হচ্ছে। থাইল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশে চাষ হচ্ছে। এমনকি ভারতবর্ষেও এই আমের চাষ শুরু হয়েছে। ভারতে প্রথম মধ্যপ্রদেশের এক কৃষক এই আমের চাষ শুরু করেন।মালদহে এই আমের চাষ সফল হলে অর্থনৈতিক চাঙ্গা হবে জেলার। স্থানীয় বাজারে লক্ষ টাকা দরে বিক্রি না হলেও কয়েক হাজার টাকায় বিক্রি হবে। তবে এই আম চাষের মূল উদ্দেশ্য বিশেষ রপ্তানি করা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বিশ্বের সব থেকে দামি আম চাষ হবে এবার মালদহে! শুরু হয়ে গিয়েছে তোড়জোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল