গোঘাট: গ্রামের অর্থনৈতিক অবস্থা ও গ্রাম উন্নয়নের ক্ষেত্রে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজ্য সরকার গ্রাম উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছে প্রান্তিক মানুষদের জন্য। অর্থনৈতিকভাবে গ্রামের মানুষদের উন্নয়নের ক্ষেত্রে সরকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী মাধ্যমে একদিকে মহিলাদের স্বনির্ভর গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। সারা রাজ্যের সাথে সাথে আরামবাগ মহকুমার গোঘাট সহ বিভিন্ন ব্লকে প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে হাঁস-মুরগি পালকদের হাঁস মুরগি প্রদান শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে।
এই বিষয় গোঘাট দুই ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দফতরের আধিকারিক জানান ব্লকের প্রান্তিক মানুষদের আর্থিক সহায়তার জন্য গ্রহণ করেছে একইভাবে সারা রাজ্যের সাথে আরামবাগ মহকুমার বিভিন্ন ব্লকে এই প্রকল্পের মাধ্যমে হাঁস-মুরগি প্রদান চলছে। মূলত এই হাঁস মুরগি প্রদানের উদ্দেশ্য ও সরকারের লক্ষ্য হল একদিকে যেমন গ্রামের প্রান্তিক মানুষ এই হাঁস মুরগি পালন করে আর্থিক সহায়তা পাবে অন্যদিকে এই হাঁস মুরগি বাজারে মাংস ও ডিমের যোগান দেবে।
গোঘাট দুই ব্লকের বিভিন্ন এলাকায় বহু প্রান্তিক মানুষ এই প্রকল্পে হাঁস মুরগি পালন করছে। তারা অনেক উপকৃত হয়েছে সরকারের এই প্রকল্পের মাধ্যমে। গোঘাট দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় হাঁস-মুরগি পালনের একটা চল আছে। তাই এই এলাকার বিভিন্ন জায়গায় হাঁস মুরগি পালন ব্যাপকভাবে শুরু হয়েছে। সেখানে সরকারি এই সাহায্য পেয়ে আরও উন্নয়ন হবে। একদিকে এই হাঁস-মুরগি পেয়ে তারা যেমন উৎসাহিত হচ্ছে অন্যদিকে এই হাঁস-মুরগি বাজারে মাংস ও ডিমের যোগান দিচ্ছে এবং হাঁস-মুরগি বিক্রি করে আর্থিকভাবে তারা সহায়তা পাচ্ছে।
অন্যদিকে গ্রামের এক মহিলা জানান, সরকার মুরগি এবং হাঁস দিয়েছি যেখান থেকে আমরা পুষ্টির জন্য খাচ্ছি এবং উল্টোদিকে উপার্জন করা হয়। সরকারকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Suvojit Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agriculture, Poultry Farming