সন্দেহভাজন দুই ব্যক্তির নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ পঞ্চায়েতের দক্ষিণ সালদহ গ্রামের ঘটনা।পুলিশ সূত্রে জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকের নাম নসমো আলি(৫৮)।
আরও দেখুন – চলছিল রোড শো, Ambulance কে পথ ছাড়লেন Abhishek Banerjee, দেখুন, রইল ভিডিও
advertisement
বাড়ি রশিদাবাদ পঞ্চায়েতের ঘরোট গ্রামে।পরিবার সূত্রে জানা যায়,এদিন সন্ধ্যায় গ্রামের এক ব্যক্তি মসিউর রহমানের সঙ্গে নসমো আলি পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ সালদহে এক চায়ের দোকানে চা পান করতে যায়। বাড়ি ফিরতে দেরি দেখে পরিবারের লোকেরা তাঁর খোঁজে বেড়িয়ে পড়েন।স্থানীয় এক বাসিন্দা মারফতে জানতে পারেন বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে দক্ষিণ সালদহ গ্রামের মাঠের মধ্যে তাঁর রক্তমাখা মৃতদেহ পড়ে রয়েছে।
আরও দেখুন – Cyclone Mocha Update: বঙ্গোপসাগরের ওপর শক্তি বাড়িয়ে নিচ্ছে মোকা, বাড়ছে আশঙ্কা
পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ রাতেই ঘটনাস্থল গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।রবিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।অভিযোগের ভিত্তিতে রাতেই চায়ের দোকানদার খালেক আলির ছেলে মুনাজির আলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকট অবিবাহিত ছিলেন। ভাইপো বাবুল আলি ও জাহাঙ্গির আলির কাছে থাকতেন এবংভিক্ষাবৃত্তি করতেন। মৃতের ভাইপো জাহাঙ্গির আলি বলেন, ‘‘সন্ধ্যার সময় ভাল মানুষ বাড়ি থেকে বেরিয়েছিল চা খেতে। তারপর হঠাৎ কি করে মৃত্যু হয়। আমাদের ধারণা কেউ বা কারা তাঁকে খুন করেছে। রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা দোষীদের শাস্তি চাই।’’
Harshit Singh