TRENDING:

Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর

Last Updated:

এই নম্বরে ফোন করলেই আপনি সরাসরি কথা বলতে পারবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। ফোনের মাধ্যমেই রোগীর বিবরণ ও সমস্ত সমস্যার কথা বললে চিকিৎসকেরা চিকিৎসার পরামর্শর পাশাপাশি ওষুধ পর্যন্ত দেবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: এবার টেলি মেন্টাল পরিষেবা চালু হল রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে। মোবাইল ফোনের মাধ্যমেই মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। এমনকি মানসিক রোগীদের চিকিৎসা পরিষেবা ও দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । এই নম্বরে ফোন করলেই মানসিক রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ সরাসরি মিলবে।
advertisement

রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই টোল ফ্রি নম্বরটিতে ফোন করলেই চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর চিকিৎসা পাবেন।রাজ্যের চিকিৎসা পরিষেবার আরও একধাপ উন্নতি। রাজ্য জুড়ে টেলি মেডিসিন পরিষেবা ব্যাপক হারে সাফল্য পেয়েছে। এখন টেলি মেডিসিন পরিষেবার মাধ্যমে বহু রোগী উপকৃত হচ্ছেন।

আরও পড়ুন Murshidabad Rail Bridge: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কাজ শুরু হল নশিপুর রেলব্রিজের

advertisement

টেলি মেডিসিন ছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে টেলি নিউরো মেডিসিন পরিষেবা চালু করা হয়েছে। ইতিমধ্যে টেলি নিউরো মেডিসিন পরিষেবার মাধ্যমে বহু মুহুর্ষ রুগী উপকৃত হয়েছেন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকেরাও টেলি নিউরো মেডিসিনের মাধ্যমে একাধিক চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন।একের পর এক বিভাগে টেলি পরিষেবা চালু করে সাফল্য পাচ্ছে স্বাস্থ্য দফতর। তাই এবার নতুন সংযোজন টেলি মেন্টাল পরিষেবা। একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে টোল ফ্রি নম্বরটি হল- ১৮০০৮৯১৪৪১৬

advertisement

এই নম্বরে ফোন করলেই আপনি সরাসরি কথা বলতে পারবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। ফোনের মাধ্যমেই রোগীর বিবরণ ও সমস্ত সমস্যার কথা বললে চিকিৎসকেরা চিকিৎসার পরামর্শর পাশাপাশি ওষুধ পর্যন্ত দেবেন। প্রয়োজনে নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তির পরামর্শ এবং কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে হবে সেই সমস্ত বিষয়ে তথ্য দেওয়া হবে এই পরিষেবার মাধ্যমে। এমন পরিষেবা চালু হলে রাজ্যের গ্রামীণ এলাকার বহু মানুষ আরও বেশি উপকৃত হবেন এমনটাই মনে করছেন চিকিৎসক মহল।

advertisement

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল