বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমশ হিমালয়ের বরফ গলে যাচ্ছে। এমনকি হিমালয়ে ছড়াচ্ছে দূষণ। এই দূষণ রোধের জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই অনেকটা রক্ষা করা যেতে পারে হিমালয়। হিমালয়ের দূষণ রোধের জন্য 'সেভ হিমালয় ক্লিন হিমালয়' বার্তা নিয়ে নিজের বাইক নিয়ে যাত্রা শুরু করেছিলেন শংকর বন্দ্যোপাধ্যায়।
গত ২০ আগষ্ট হাওড়া থেকে শুরু করেন যাত্রা। পাঠানকোট হয়ে লাদাখ ওঠেন। এরপর এক এক করে সিয়াচেন সহ হিমালয়ের সমস্ত উচ্চতম জায়গা ছুঁয়ে আসেন। সেখান থেকে উত্তরাখণ্ড হয়ে নেপাল, দার্জিলিং, ভুটান, আসাম সহ অরুনাচল প্রদেশের হিমালয়ের উঁচু জায়গাগুলি ঘুরে আসেন। তাঁর এই ভ্রমণের মূল লক্ষ্য ছিল বর্তমান প্রজন্মের কাছে হিমালয় রক্ষার বার্তা দেওয়া।
advertisement
আরও পড়ুনঃ মন ভোলানো রূপে মুগ্ধ হবেন আপনিও, চিনে নিন ইংল্যান্ড অধিনায়কের সুপার হট বউকে
এর আগেও তিনি সেফ গঙ্গা ক্লিনিং গঙ্গা বার্তা নিয়ে বাইক ভ্রমণ করেন। গঙ্গানদীর গতিপথ ধরে ছিল তাঁর সেই যাত্রা। এমনকি আগামীতে আরো এই ধরনের পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে ভ্রমণের ইচ্ছে রয়েছে ৫৭ বছর বয়সি শংকরবাবুর।হাওড়ার আন্দুলের বাসিন্দা শংকর ব্যানার্জি। পেশায় তিনি সরকারী কর্মী। ছোট বেলা থেকেই পরিবেশ নিয়ে কাজ করে আসছেন। এক স্বেচ্ছা সেবি সংস্থার সহযোগিতায় তিনি পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে ভ্রমণে বেরচ্ছেন। এছাড়াও তিনি নিজের উদ্যোগেও বিভিন্ন কাজ করে থাকেন।
Harashit Singha